সেখ নুরুদ্দিন : ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আলিপুর সার্ভে বিল্ডিং মনোনয়ন জমা দিলেন বাংলার অগ্নি কন্যা, জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগানের রেশ পুনরায় উজ্জীবিত চারিদিকে। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে নির্বাচনের ফলাফলে তাঁর অসন্তোষ প্রকাশ পেয়েছে।
জননেত্রীর দাবী মা মাটি মানুষের প্রতিনিধি হিসেবে মানুষ তার যোগ্য মর্যাদা দেবে। ভোট পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক মানুষের স্বার্থে তিনি পুনরায় চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প। ভোটের পর মা -বোনেদের জন্য চালু করেছেন লক্ষী ভাণ্ডার নামে নতুন প্রকল্প। এই প্রকল্পে এপর্যন্ত ১৭ লক্ষেরও বেশি মা বোনেরা আবেদন করছেন।
ভবানীপুর বিধানসভা নির্বাচন কেন্দ্র তাঁর আঁতুড়ঘর। মানুষ তাকে ভালোবাসে। এই কেন্দ্রেই দলীয় নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন জয় নিশ্চিত। এই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের অশতিপর বৃদ্ধ নেতা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভবানীপুর উপ বিধানসভা নির্বাচনে জয়ী করার অনুরোধ জানান। ৩০সে স্থির ভবানীপুর উপ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। সময়ে জানিয়ে দেবে বাংলা তাঁর নিজের মেয়েকে কেনো চায়?