এসপ্লাস ডেস্ক: সোমবার কলকাতা হাই কোর্টে (High court) সিবিআই (CBI) জানিয়ে দিল, বগটুই কাণ্ডের তদন্ত ( Bagtui Case) শেষ হয়েছে। মোট ১৬ জন অভিযুক্তের নাম দেওয়া হয়েছে চার্জশিটে।
সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন আদালতে জানান, বগটুইয়ের তদন্ত সম্পূর্ণ হয়েছে। চার্জশিটও দাখিল করা হয়ে গিয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন মোট ১৬ জন।
গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। খুনের অব্যবহিত পরে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পর দিন, অর্থাত্, ২২ মার্চ সকালে আট জনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই।সেই তদন্ত শেষ হয়েছে এমনটাই আদালতে জানাল সিবিআই ।