ডেস্ক রিপোর্ট : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বর্তমান বছরে উচ্চ মাধ্যমিকের পাশের হার 88 শতাংশ। এদিন সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য।
2020 সালে করোনা ভাইরাসের কারণে উচ্চ মাধ্যমিক শুরু হয়েও মাঝপথে সেটি স্থগিত হয়ে যায়। এমনকি 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বছর প্রথমবার নিজের স্কুলে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশিত হল।
এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম হলেন অদিশা দেবশর্মা । তার প্রাপ্ত নম্বর 498।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৭ এপ্রিল।