এসপ্লাস ডেস্ক : দুবার মরণব্যাধির সাথে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা ৷ ঐন্দ্রিলা শর্মার মস্তিষ্কে অস্ত্রোপচারের পরই অনেকেই আশাবাদী ছিলেন যে তিনি তার ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ৷ তবে সব আশা শেষ করে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে ৷
হাসপাতাল সূত্রে জানা গেল, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ৷ সেখানেই মারা গিয়েছেন অভিনেত্রী ৷
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে স্তব্ধ গোটা কলকাতা । কালারস বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে অভিনয়ের যাত্রা শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার জ্যোতি সিরিয়ালেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি । সান বাংলার ধারাবাহিক ‘জিওন কাঠি’-তে তুলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।