ডেস্ক রিপোর্ট : টেট পাস করা প্রাথমিকের শিক্ষিক পদে চাকরির জন্য অন্যতম শর্ত । কিন্তু সেই পরীক্ষাতেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল পাস করেননি বলে অভিযোগ উঠছে।
এছাড়া, শিক্ষিকার চাকরির নিয়োগ পাওয়ার পর সুকন্যা মণ্ডল একদিনও বোলপুর কালীকাপুর প্রাথমিক স্কুলে পড়াতে যাননি বলেও অভিযোগ করা হয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিন নির্দেশিকায় উল্লেখ করেছিলেন, বুধবারের মধ্যে রায় বিষয়টি আদালতের প্রশাসন বীরভূমের পুলিশ সুপারকে জানিয়ে দেবে। পুলিশ সুপার সিকন্যা সহ বাকিদের কাছে হাজিরার কথা জানাবেন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা মণ্ডল ও বাকি পাঁচ জনকে বৃহস্পতিবারই বিকেল ৩ টের মধ্যে আদালতে টেট পাসের সংশাপত্র ও নিয়োগের নথি সহ হাজিরার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পর, এ দিন সন্ধ্যায় বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনুব্রতর কন্যা সুকন্যা।
অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই তলব পেয়ে একাধিকবার কলকাতা আসলেও হাজিরা দেননি। এদিন সিবিআই গোয়েন্দারা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে গেলেও বাবার পথে হেঁটে কথা বলতে চাননি তিনি।
এখন দেখার, আগামিকাল সুকন্যা মণ্ডল কলকাতা হাইকোর্চে হাইকোর্টে হাজির হন কিনা।