বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

কলকাতার উদ্দেশ্যে রওনা অনুব্রত-কন্যার

প্রতিবেদক
splusnews
আগস্ট ১৮, ২০২২ ২:২৬ পূর্বাহ্ণ
কলকাতার উদ্দেশ্যে রওনা অনুব্রত-কন্যার

ডেস্ক রিপোর্ট : টেট পাস করা প্রাথমিকের শিক্ষিক পদে চাকরির জন্য অন্যতম শর্ত । কিন্তু সেই পরীক্ষাতেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল পাস করেননি বলে অভিযোগ উঠছে।

এছাড়া, শিক্ষিকার চাকরির নিয়োগ পাওয়ার পর সুকন্যা মণ্ডল একদিনও বোলপুর কালীকাপুর প্রাথমিক স্কুলে পড়াতে যাননি বলেও অভিযোগ করা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিন নির্দেশিকায় উল্লেখ করেছিলেন, বুধবারের মধ্যে রায় বিষয়টি আদালতের প্রশাসন বীরভূমের পুলিশ সুপারকে জানিয়ে দেবে। পুলিশ সুপার সিকন্যা সহ বাকিদের কাছে হাজিরার কথা জানাবেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা মণ্ডল ও বাকি পাঁচ জনকে বৃহস্পতিবারই বিকেল ৩ টের মধ্যে আদালতে টেট পাসের সংশাপত্র ও নিয়োগের নথি সহ হাজিরার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পর, এ দিন সন্ধ্যায় বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনুব্রতর কন্যা সুকন্যা।

অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই তলব পেয়ে একাধিকবার কলকাতা আসলেও হাজিরা দেননি। এদিন সিবিআই গোয়েন্দারা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে গেলেও বাবার পথে হেঁটে কথা বলতে চাননি তিনি।

এখন দেখার, আগামিকাল সুকন্যা মণ্ডল কলকাতা হাইকোর্চে হাইকোর্টে হাজির হন কিনা।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ‘বাংলার পেসার’ ঝুলন গোস্বামী!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ‘বাংলার পেসার’ ঝুলন গোস্বামী!

পশ্চিম মেদিনীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দিনমজুরের

পশ্চিম মেদিনীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দিনমজুরের

আরও ৮ টাকা পেট্রোলের দাম কমিয়ে দিল দিল্লি সরকার!

আরও ৮ টাকা পেট্রোলের দাম কমিয়ে দিল দিল্লি সরকার!

‘সাদা সাদা কালা কালা’ গানে যুগলবন্দি চঞ্চল ও নচিকেতা

‘সাদা সাদা কালা কালা’ গানে যুগলবন্দি চঞ্চল ও নচিকেতা

কেন ২৫ জুলাইতেই এই দিনই হয় রাষ্ট্রপতির শপথগ্রহণ?

কেন ২৫ জুলাইতেই এই দিনই হয় রাষ্ট্রপতির শপথগ্রহণ?

নির্বাচনী সন্ত্রাসের প্রতিবাদে একসঙ্গে ধরনায় বসল বিজেপি-সিপিএম-কংগ্রেস

নির্বাচনী সন্ত্রাসের প্রতিবাদে একসঙ্গে ধরনায় বসল বিজেপি-সিপিএম-কংগ্রেস

উল্টে যাওয়া কচ্ছপকে সোজা করে দিচ্ছে একটি মোষ!

উল্টে যাওয়া কচ্ছপকে সোজা করে দিচ্ছে একটি মোষ!

আগামীদিনে কমপক্ষে দেড় কোটি কর্মসংস্থান হতে চলেছে : মুখ্যমন্ত্রী

বাংলায় দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের

‘অপরিচিত’ কাউকে প্রচারে নেওয়া যাবে না! নতুন প্রার্থীদের ফরমান জারি করল   তৃণমূল কংগ্রেস  কলকাতা পুরসভার নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর। তাই প্রচার এখন মধ্যগগনে। হাতে সময় বলতে আর পাঁচদিন। ১৭ ডিসেম্বর প্রচারের শেষদিন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন প্রার্থীদের ফরমান জারি করা হল।  সেখানে উল্লেখ করা হয়েছে, অপরিচিত কাউকে প্রচারে নেওয়া যাবে না। গত ২৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ৮৯ জন বিদায়ী কো–অর্ডিনেটরকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। আর নতুন প্রার্থী ৫৫ জন।  দলীয় সূত্রে খবর, বেশ কয়েকজন নতুন প্রার্থী প্রচারে আত্মীয়–স্বজন, বন্ধুবান্ধব এবং দলের অপরিচিতদের নিয়ে যাচ্ছেন। যা নজরে এসেছে দলের শীর্ষনেতাদের। এমনকী কয়েকটি অভিযোগও নাকি জমা পড়েছে। তারপরই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা জেলার দুই সভাপতিকে দিয়ে নতুন প্রার্থীদের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন।   সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, কোনও ‘অপরিচিত’ মুখকে প্রচারে, মিছিলে, পথসভায় যেন দেখা না যায়। সম্প্রতি পুরসভা নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে বৈঠক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু লিখিত যে অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে সেটা হল, এই অপরিচিতদের মধ্যে এমন কিছু মানুষ থাকছেন যাঁদের ভাবমূর্তি সমাজের বুকে ভালো নয়। ফলে দলের বদনাম হচ্ছে।  তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই পুরসভা নির্বাচনে এমন ব্যক্তিদের হদিশ মিলেছে। যাঁরা সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করেছেন। সেইসব নথি জমা পড়ে রাজ্য সভাপতির কাছে। এই ছবি ব্যবহার করে অনেকে ফায়দা তুলতে পারেন। সেই পথ আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই অপরিচিতদের জন্য প্রার্থীরা সমস্যায় পড়তে পারেন। এমন অনেকে থাকছেন যাঁদের প্রার্থীরাও চেনেন না। তাই আর অপরিচিত কাউকে প্রচারে রাখা যাবে না বলেই নির্দেশ জারি হল।

কলকাতা পুরসভার ভোটে দলীয় প্রার্থীদের নতুন ফরমান টিএমসির

মহাকালীর সাথে মহাকালের নিগূঢ় রহস্য জানেন কি ?

মহাকালীর সাথে মহাকালের নিগূঢ় রহস্য জানেন কি ?