নিজস্ব প্রতিনিধি : ‘টিউমার’ শব্দটি শুনলেই মানুষ স্বাভাবিক ভাবেই চমকে ওঠে ৷ মানব দেহের শরীরের বিভিন্ন অঙ্গে গোপন ভাবেই বাড়তে থাকে এই ভয়ঙ্কর রোগ। অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে চিরতরে মুক্তি মেলে এই রোগ থেকে। বিশেষজ্ঞদের মতে, টিউমার হলো কিছু অস্বাভাবিক টিস্যুর সমাবেশ, যেখানে কোষগুলো অস্বাভাবিক প্রক্রিয়ায় দ্রুত হারে সংখ্যা বৃদ্ধি করে মানব শরীরে বাড়তে থাকে। কিছু কোষের সংখ্যা বাড়তে বাড়তে স্বাভাবিক কোষের কাজে ব্যাঘাত ঘটিয়ে শরীরের অতিরিক্ত এবং অস্বাভাবিক এই কোষগুলো কোথাও জমা হয়ে টিউমার এর রুপ ধারণ করে।
অনেক সময় শরীরের নানা অঙ্গে টিউমার ধরা পড়লে চিকিৎসকেরা সফল অস্ত্রোপচারের দ্বারা রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কিন্তু তাই বলে স্তনের ভেতরে প্রায় পাঁচ কেজি ওজনের টিউমার থাকতে পারে! প্রথমে তা কল্পনাও করতে পারেননি অভিজ্ঞ চিকিৎসকেরা। অস্ত্রপোচার করতে গিয়ে রীতিমত চক্ষুচড়কগাছ বিশিষ্ট চিকিৎসকদের। বুধবার এমনই ঘটনা ঘটলো মেদিনীপুর শহরে। বিশেষ সূত্র মারফত জানা যায়, মেদিনীপুর শহরের রাঙামাটির বাসিন্দা এক ৭২ বছর বয়সী প্রৌড়ার স্তনের অস্বাভাবিক বৃদ্ধি ও অন্যান্য সমস্যা নিয়ে পরিবারের লোকজন চিকিৎসকের শরণাপন্ন হোন।
চিকিৎসকেরা টিউমার সন্দেহ হওয়ায় অবশেষে মেদিনীপুর এক নার্সিংহোমে অস্ত্রপোচারের সিদ্ধান্ত নেন। এদিন বিশিষ্ট চিকিৎসক ড: এসএন ত্রিপাঠি এবং ড: অণুরূপ পাখিরা রোগীর স্তন থেকে অস্ত্রপোচার করে বের করে আনেন বৃহদাকার মাংস পিন্ড! যার ওজন প্রায় পাঁচ কেজির সমান। চিকিৎসকরা জানিয়েছেন, “রোগীকে সফল অস্ত্রপচার করে তা বের করে আনা সম্ভব হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত, স্তনের মধ্যে এমন বড়ো আকারের টিউমার সচরাচর দেখা যায় না বলেই অভিমত প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসকেরা।” এদিকে, রীতিমত এই ঝুঁকিপূর্ণ রোগের সফল অস্ত্রোপচার হওয়ায় এই চিকিৎসকদের কুর্নিশ জানিয়েছেন শহরের অন্যান্য বিশেষজ্ঞ ও চিকিৎসক মহল এবং স্বাভাবিক ভাবেই খুশি রোগীর আত্মীয় পরিজনেরা।