CAA, NRC, NPR এর বিরুদ্ধে ভাঙ্গরে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা।


মো: জিয়ারুল ইসলাম, ভাঙ্গড়, এসপ্লাস নিউজ:
দক্ষিণ ২৪ পরগণার ভাঙ্গড় ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে, NRC, CAA, NPR বিরুদ্ধে ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজার-মেলা মাঠে, বিশাল জনসভা হয়। আজকের এই জনসভায় ভাঙ্গড় ২ নম্বর ব্লকের প্রত্যেকটি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে এই জনসভায় উপস্থিত হয়। এই জনসভায় বক্তব্য রাখেন দঃ২৪পঃ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাংসদ শুভাশীষ চক্রবর্তী। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি,বিধায়ক সওকাত মোল্লা। ভাঙ্গড় বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরাবুল ইসলাম । তরুণ প্রজন্মের তৃণমূলের ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।
এই জনসভাটা পরিচালনা করেন, ভাঙ্গড় ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অহিদুল ইসলাম।NRC.CAA.NPR বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভাঙ্গড় সর্বদা প্রস্তুত, এমন ভাষায় হুঁশিয়ারি দেন ভাঙ্গড় বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরাবুল ইসলাম।

শেয়ার করুন