নিজস্ব প্রতিনিধি:
মাদুরাই বিমানবন্দরে এক প্রতিবাদী যাত্রীকে আক্রমণ করার অভিযোগে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। শুধু ই পালানিস্বামীর বিরুদ্ধে নয়, একই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এআইএডিএমকে বিধায়ক পিআর সেন্থিলনাথনের বিরুদ্ধেও।
জানা গিয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর বিরুদ্ধে এক যাত্রী বিমানবন্দরে প্রতিবাদ জানাচ্ছিলেন। ওই যাত্রীর অভিযোগ, ভিকে শশিকলার সঙ্গে প্রতারণা করেছেন ই পালানিস্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতিবাদী ওই যুবককেও গ্রেফতার করা হয়েছে, তিনি বিমানবন্দর থেকে ফেসবুকে লাইভ করছিলেন। ফেসবুক ভিডিওতে তাঁকে দাবি করতে শোনা যায় জয়ললিতার ঘনিষ্ঠ ভিকে শশিকলার সঙ্গে প্রতারণা করেছেন ই পালানিস্বামী।
জানা গিয়েছে, প্রতিবাদী যাত্রীর নাম রাজেশ্বরন। তিনি যে বিমানে চেন্নাই হয়ে সিঙ্গাপুর থেকে মাদুরাই ফিরছিলেন সেই বিমানের যাত্রী ছিলেন পালানিস্বামীও। এআইএডিএমকে অন্তর্বর্তী সাধারণ সম্পাদকও একই বাসে ভ্রমণ করছেন দেখে তিনি স্লোগান দেন। রাজেশ্বরানের অভিযোগের ভিত্তিতে মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি অনলাইনে সরাসরি সম্প্রচারের জন্য রাজেশ্বরানের বিরুদ্ধেও একটি পৃথক মামলা করা হয়েছে।