মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
splusnews
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
‘ভাষা বহমান নদীর মতো’ বিভিন্ন সময়ে নানাভাবে এ কথা বলে গিয়েছেন কবি ও শিল্পীরা। সেই নদীর নানা স্রোত এসে মিশল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে। গানে, কবিতায় ও আলোচনায় পালিত হল দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের লেখা একটি কবিতাও পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে প্রবাসী বাঙালিদের জন্য একটি পোর্টাল চালু করেন মুখ্যমন্ত্রী। ‘আপন বাংলা’ নামের পোর্টালটি উদ্বোধন করেন ভাষা দিবসের মঞ্চ থেকে। বাংলাকে জানা এবং নানান বিষয়ে মতামত জানানোর জন্য পোর্টালটি ব্যবহার করতে পারবেন প্রবাসী বাঙালিরা। এই পোর্টাল তদারকি করবে স্বরাষ্ট্র বিভাগের তত্ত্বাবধানে একটি এনআরআই সেল।

উদ্বোধনের পর ‘আপন বাংলা পোর্টালের মাধ্যমে বিশ্বকে যুক্ত করা হল’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান সার্ভে পার্ক মহিলা থানার উদ্বোধন করেন ভার্চুয়ালি। সবশেষে ‘একুশে’ নামের একটি স্বরচিত কবিতা পাঠ করেন সভামঞ্চে উপস্থিত সবার অনুরোধে।

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার পাশাপাশি সকল ভাষার মর্যাদার কথা বলেন। পাশাপাশি রাজ্য সরকার যে অলচিকি, রাজবংশী, নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সে কথা বলেন তিনি। তবে ইংরেজি শিখলেও বাংলা ভাষাকে যেন অবহেলা না করা হয় সেই বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেকে বাংলা ভাষা জানলেও বলে না, সেটা ঠিক না’।

তিনি আরও বলে, ‘ইংরেজি ভালো করে শিখুন সমস্যা নেই, কিন্তু বাংলা ভাষায় অন্তত বাড়িতে কথা বলুন।’ বাংলায় বসবাসকারী অবাঙালিরাও ভালো বাংলা বলেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত, শিল্পী শুভাপ্রসন্ন, অধ্যাপক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, পণ্ডিত দেবজ্যোতি বসু, লেখক আবুল বাশার, শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত