এসপ্লাস নিউজ ডেস্ক:
চিনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং । সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মনোনীত ব্যক্তি লি কিয়াংকে চিনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করল। শি জিনপিং তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হয়েছেন। শি জিনপিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরদিনই লি কিয়াংকে প্রধানমন্ত্রী করা হলো।
শনিবার চিনের ১৪তম জাতীয় গণ কংগ্রেসে লি কিয়াংকে চিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। চিনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা লি কিয়াং সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির নেতা। ৬৩ বছর বয়সী জাতীয় গণ কংগ্রেসের ২ হাজার ৯০০ এর বেশি প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন। মোট ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন লি। জাতীয় গণ কংগ্রেসের মাত্র তিনজন প্রতিনিধি তার বিরুদ্ধে ভোটদান করেছেন। এদিন কংগ্রেসে ভোটদানে অনুপস্থিত ছিলেন আটজন প্রতিনিধি।
বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথগ্রহণ করেন লি। চিনের সংবিধানের প্রতি অনুগত থেকে দেশকে সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সৌহার্দ্যপূর্ণ এবং আধুনিক সমাজতান্ত্রিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেন।