অমিত পাল, ঢাকা: বাংলাদেশের মোংলায় মহান বিজয় দিবসে দর্শনার্থীদের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করে দিল কোস্টগার্ড ৷ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজিএস কামরুজ্জামান জাহাজে চড়ে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করা হয় ৷
দর্শনার্থীদের কাছে জাহাজের কাজ সম্পর্কে ধারনা দিচ্ছেন একজন কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : নিজস্ব ছবি
তাতে জাহাজটি দেখতে আসেন অসংখ্য দর্শনার্থী ৷ এসময় সংরক্ষিত এলাকা ছাড়া জাহাজের বাকী অংশ দর্শনার্থীরা ঘুরে দেখেন ৷ জাহাজে নিয়োজিত দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ জাহাজের বিভিন্ন বিষয়ের কাজ সম্পর্কেও সাধারন মানুষকে বুঝিয়ে দিয়েছেন ৷ তাতে দর্শনার্থীদের চোখে-মুখে ছিলো এক উচ্ছাসের ছাপ ৷
কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের সামনের একাংশ : নিজস্ব ছবি
বিজয় দিবস উপলক্ষ্যে এদিন জাহাজে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থী জানিয়েছেন, বিজয় দিবসের দিনে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোপ পাশাপাশি তারা জ্ঞানলাভ করছেন ৷ শিশু রাও জাহাজে চড়তে পেরে বেজায় খুশি ৷ বাংলাদেশ কোস্টগার্ডের এই অনন্য উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন ৷
দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে এভাবে জাহাজ দেখতে ভীড় জমান : নিজস্ব ছবি
জানাগিয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এই ধরনের জাহাজের সাহায্য গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ৷