বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

মেসিকে ভোট দিয়ে বিপদে ডেভিড আলাবা!

প্রতিবেদক
splusnews
মার্চ ২, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ
মেসিকে ভোট দিয়ে বিপদে ডেভিড আলাবা!

এসপ্লাস নিউজ ডেস্ক:
কেন লিওনেল মেসিকে ফিফার ভোট দিলেন রিয়েল মাদ্রিদের ফুটবলার হয়ে। অস্ট্রিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন ডেভিড আলাবাকে কার্যত একঘরে করে দেওয়া হল রিয়েল মাদ্রিদে এই রকম ‘অপরাধ’ করে। ৩৫ বছরেও ফিফার বর্ষসেরার খেতাব পেয়েছেন মেসি কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন রিয়েল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো করিম বেঞ্জিমার ফিফার বর্ষসেরার তালিকায়।

বর্ষসেরার বাছাই তালিকায় থাকা ফুটবলারদের ভোট দেন ফিফার সদস্য দেশগুলির জাতীয় দলের ক্যাপ্টেন এবং কোচ। এছাড়াও বাছাই কিছু সাংবাদিক এবং সমর্থকরাও এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। এরপরে ফিফার নির্ধারিত প্যানেল বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করে।

অস্ট্রিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে আলাবা প্রথম বাছাই হিসাবে ভোট দিয়েছেন মেসিকে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রেখেছেন যথাক্রমে তাঁর রিয়েল মাদ্রিদের সতীর্থ করিম বেঞ্জিমা এবং পিএসজির কিলিয়ান এমবাপেকে। আলাবার এই পছন্দেই রেগে লাল রিয়েল মাদ্রিদ সমর্থকরা। ১৭ বছর বার্সেলোনায় কাটানো মেসিকে কার্যত শত্রুই মনে করেন রিয়েল মাদ্রিদ সমর্থকরা। আর শত্রুপক্ষকে তাঁদেরই ক্লাবের ফুটবলার ভোট দেওয়ার ব্যাপক ক্ষোভের জন্ম নেয়। এরপরেই সোশ্যাল মিডিয়ায় আলাবাকে বর্ণবৈষম্যের শিকার হতে হয় মাদ্রিদ সমর্থকদের তরফ থেকে।

যাতে শেষমেশ মুখ খুলতে বাধ্য হন অস্ট্রিয়ান তারকা। সোশ্যাল মিডিয়া একাউন্টে নিজের পক্ষে সমর্থন দিতে গিয়ে লিখেছেন, “এই পুরস্কারের জন্য গোটা অস্ট্রিয়ান দল ভোট দেয়। স্রেফ আমার একার মতামত বিবেচ্য হয়না। দলের টিম কাউন্সিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেই ফিফার ভোটিং নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকেই এমনকি করিম নিজেও জানে আমি ওঁর (বেঞ্জিমা) খেলা কতটা পছন্দ করি। আমি এর আগে একাধিকবার জানিয়েছি, ওই দুনিয়ার সেরা স্ট্রাইকার। এখনও আমি নিজের সেই মতামতে অটল। এতে কোনও সংশয়ই নেই।”

টানা একদশক বায়ার্ন মিউনিখে খেলার পর রিয়েল মাদ্রিদে নাম লিখিয়েছেন আলাবা। তারপরে এমন বিশ্রী ঘটনার মুখে পড়তে হল তাঁকে। এর আগেও রিয়েল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদ-ডার্বির আগে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। মাদ্রিদে এরকম ঘটনা যেন নিয়ম হয়ে গিয়েছে। যার কড়া নিন্দা করছে ফুটবল বিশ্ব।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত
সরকারী নিয়ন্ত্রণ থেকে মুক্ত হব হিন্দু মন্দির! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সরকারী নিয়ন্ত্রণ থেকে মুক্ত হব হিন্দু মন্দির! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বেনারস হিন্দু বিশ্বাবিদ্যলয়ে এবার স্নাতকোত্তরে পড়ানো হবে হিন্দু ধর্ম!

বেনারস হিন্দু বিশ্বাবিদ্যলয়ে এবার স্নাতকোত্তরে পড়ানো হবে হিন্দু ধর্ম!

‘অপরিচিত’ কাউকে প্রচারে নেওয়া যাবে না! নতুন প্রার্থীদের ফরমান জারি করল   তৃণমূল কংগ্রেস  কলকাতা পুরসভার নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর। তাই প্রচার এখন মধ্যগগনে। হাতে সময় বলতে আর পাঁচদিন। ১৭ ডিসেম্বর প্রচারের শেষদিন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন প্রার্থীদের ফরমান জারি করা হল।  সেখানে উল্লেখ করা হয়েছে, অপরিচিত কাউকে প্রচারে নেওয়া যাবে না। গত ২৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে ৮৯ জন বিদায়ী কো–অর্ডিনেটরকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। আর নতুন প্রার্থী ৫৫ জন।  দলীয় সূত্রে খবর, বেশ কয়েকজন নতুন প্রার্থী প্রচারে আত্মীয়–স্বজন, বন্ধুবান্ধব এবং দলের অপরিচিতদের নিয়ে যাচ্ছেন। যা নজরে এসেছে দলের শীর্ষনেতাদের। এমনকী কয়েকটি অভিযোগও নাকি জমা পড়েছে। তারপরই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা জেলার দুই সভাপতিকে দিয়ে নতুন প্রার্থীদের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন।   সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, কোনও ‘অপরিচিত’ মুখকে প্রচারে, মিছিলে, পথসভায় যেন দেখা না যায়। সম্প্রতি পুরসভা নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে বৈঠক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু লিখিত যে অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে সেটা হল, এই অপরিচিতদের মধ্যে এমন কিছু মানুষ থাকছেন যাঁদের ভাবমূর্তি সমাজের বুকে ভালো নয়। ফলে দলের বদনাম হচ্ছে।  তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই পুরসভা নির্বাচনে এমন ব্যক্তিদের হদিশ মিলেছে। যাঁরা সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করেছেন। সেইসব নথি জমা পড়ে রাজ্য সভাপতির কাছে। এই ছবি ব্যবহার করে অনেকে ফায়দা তুলতে পারেন। সেই পথ আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই অপরিচিতদের জন্য প্রার্থীরা সমস্যায় পড়তে পারেন। এমন অনেকে থাকছেন যাঁদের প্রার্থীরাও চেনেন না। তাই আর অপরিচিত কাউকে প্রচারে রাখা যাবে না বলেই নির্দেশ জারি হল।

কলকাতা পুরসভার ভোটে দলীয় প্রার্থীদের নতুন ফরমান টিএমসির

কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া? জেনে নিন এর বিশেষ তাৎপর্য

কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া? জেনে নিন এর বিশেষ তাৎপর্য

দুঃস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলেন যুব আন্দোলন দীপ্সিতা ধর এর

দুঃস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলেন যুব আন্দোলন দীপ্সিতা ধর এর

বৈশাখের তাপদাহে প্রথম জল, স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা

বৈশাখের তাপদাহে প্রথম জল, স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা

ভিকি-ক্যাটরিনা’র বিয়েতে থাকছেন যারা

ভিকি-ক্যাটরিনা’র বিয়েতে থাকছেন যারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে শুভ সূচনা হল বাংলার মেগা রথযাত্রা উৎসবের

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে শুভ সূচনা হল বাংলার মেগা রথযাত্রা উৎসবের

BIG DECISION পশ্চিমবঙ্গ সরকারের, উত্তরবঙ্গে আলাদা…

BIG DECISION পশ্চিমবঙ্গ সরকারের, উত্তরবঙ্গে আলাদা…

ভারতের রাষ্ট্রভাষা কী হওয়া উচিত? নিজের মতামত প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত

ভারতের রাষ্ট্রভাষা কী হওয়া উচিত? নিজের মতামত প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত