এসপ্লাস ডেস্ক : ফের নক্ষত্রের পতন টলিপাড়ায় ৷ না ফেরার দেশে চলে গেলেন পরিচালক সন্দীপ চৌধুরী। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে তিনি খ্যাতনামী পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
পরিচালকের হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ গোটা পরিবার। গত ১৭ ডিসেম্বর শুটিং ফ্লোরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তার পর সন্দীপকে ইকবালপুর নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। রক্তেও বেড়ে গিয়েছিল শর্করার মাত্রা ৷ তারপর ৩ জানুয়ারি মঙ্গলবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সন্দীপ।
সন্দীপ ‘এরাও শত্রু’-র মতো মেগা সিরিয়ালের পরিচালক। এ ছাড়াও টলিপাড়ার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত। ‘জি বাংলা’ থেকে সান বাংলা, সব কটি চ্যানেলেই প্রায় কাজ করেছেন। সদ্যসমাপ্ত ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সৃজনশীল পরিচালক ছিলেন। এ ছাড়াও ‘কন্যাদান’ ধারাবাহিকের সংলাপের দায়িত্ব ছিল তাঁর উপরেও ৷ হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছে সব ৷