ওয়েব ডেস্ক : সোমবার হল দেবাদিদেব মহাদেবের আরাধনার দিন। এই দিনে মহাদেবের উপাসনায় তাকে সন্তুষ্ট করে আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুন। কথিত আছে, প্রতি সোমবার নিষ্ঠা সহকারে মহাদেবের অভিষেক করলে তার কৃপা লাভ করা যায়। বিশুদ্ধ জলের স্পর্শ পেলে মহাদেব সন্তুষ্ট হন। তাই মহাদেবের শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করার রীতি চলে আসছে বহুদিন ধরেই।
সেই জন্যই শিবলিঙ্গের উপর একটি পাত্রে জল রাখা হয় এবং সেই পাত্র থেকে বিন্দু বিন্দু জল শিবলিঙ্গের উপর পড়তে থাকে। শিবলিঙ্গের উপর বিশুদ্ধ জল ও দুধ অর্পণ করার সময় শিব গায়ত্রী মন্ত্র জপ করুন। শিবলিঙ্গের উপর এই জল অর্পণ করাই হল শিব অভিষেক প্রক্রিয়া। তবে মহাদেবের বিশেষ পূজার দিনগুলিতে দই, মধু ও ঘি সহযোগে শিবলিঙ্গ মুছিয়ে তার পর ডাবের জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। তাই মনের ভক্তি ও নিষ্ঠার সাথে করুন শিব অভিষেক এবং মহাদেবের আশির্বাদ প্রাপ্ত করুন।