এসপ্লাস ডেস্ক: চাকরি পাবার ক্ষেত্রে আপনার প্রথমেই যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি সুন্দর সিভি তৈরি করা ৷ সিভি হচ্ছে আপনারই একটি প্রতিরূপ ৷ একজন চাকরীদাতা সিভির মাধ্যমেই আপনাকে বিবেচনা করবে ৷ একমাত্র সিভির মাধ্যমে চাকরিদাতাকে আপনার সম্পর্কে একটি ভাল ধারণা দিতে হয় ৷ তিনি বুঝতে পারেন যে আপনি তার চাকরির উপযুক্ত কিনা ৷ তাই ভালো সিভি লেখার কোনো বিকল্প নেই ৷ বর্তমান সময়ে দেখা যায় নানা ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে এই সিভি তৈরি করতে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় ৷ তবে সাধারণভাবে গুগল বা ইউটিউবে সার্চ করলেও সিভি তৈরি সম্পর্কে নানা ধরনের তথ্য আপনার সামনে চলে আসবে ৷ তবে সব থেকে বড় যে বিষয়টি হচ্ছে এত ইনফরমেশনের ভিড় থেকে আপনার সঠিক তথ্যটি খুঁজে বের করা ৷ পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে আপনার এ ধরনের পরিকল্পনা সাধারণত ব্যর্থ হয়ে থাকে ৷ তাতে দেখা যায় সামগ্রিক অর্থে সিভিটি যে কাজের জন্য ব্যবহার করা হবে সে কাজের জন্য ব্যবহার উপযোগী হয় না ৷ ফলে সেটি চাকরিদাতার সাথে একটি কনফ্লিক্ট তৈরী করে ৷ এক্ষেত্রে আপনার চাকরি পাবার সম্ভাবনা কমে যায় ৷ তাছাড়া আমরা সাধারণত আরো একটি ভুল করে থাকি, সেটি হচ্ছে , একজনের সিভিকে রি এডিট করে আমরা সেটি ব্যাবহার করি ৷ এটি আসলে একটি ভুল পদ্ধতি ৷ একটি ভালো সিভি তৈরি করতে নিচের বিষয়গুলিকে গুরুত্ব দিন ৷
নিজের সিভি নিজেই করুন :
সিভি তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত যেসব ভুলগুলো করে থাকে তার প্রথমটি হচ্ছে অন্যের সিভিকে নকল করে সেটিকে আমরা আমাদের মতো করে লিখে দিই ৷ কিন্তু এক্ষেত্রে যে প্রথম সমস্যাটি হয়, সেটি হচ্ছে একজন ব্যক্তি তাঁর যে জবের জন্য সিভিটি তৈরি করেছেন সেই সিভি আপনার চাকরির জন্য প্রসঙ্গিক নাও হতে পারে ৷ তখন এ ধরনের সিভি দেখে আপনি চাকরি থেকে বাদ পড়তে পারেন ৷ চাকরির ইন্টারভিউ বোর্ডে যখন সিভি উত্থাপন করা হয় তখন সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা হয় ৷ তাই সব সময় চেষ্টা করবেন নিজের মতো করে সিভি তৈরি করার ৷
সিভি রঙিন ও ডিজাইন পরিহার করুন :
সিভি তৈরির ক্ষেত্রে প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে ফন্টের প্রতি ৷ কারণ ফন্ট এমনই একটি বিষয় যেটি কম্পিউটার ওপেন করলে অনেক সময় ভেঙে যায় ৷ আর কম্পিউটারে ফন্ট ভেঙে যাওয়ার কারণে আপনার চাকরির আবেদন টি ব্যর্থ হতে পারে ৷ তাই আপনি সিভি লেখার জন্য সব সময় কম্পিউটারের ডিফল্ট ফন্ট অর্থাৎ সমস্ত কম্পিউটারে যে ধরনের ফন্ট অটোম্যাটিক ইন্সটলেড থাকে সেই ফন্টটিতে আপনি সিভি তৈরি করবেন ৷ বিভিন্ন সময় দেখা যায় অনেক সিভি কালারফুল বা ডার্ক কালার ধরনের করা হয় ৷ অফিসিয়াল চাকরির ক্ষেত্রে এই ধরনের সিভির কোনো গুরুত্ব নেই বরন্চ সেটি নানাক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ৷ ফন্ট ও কালারের কারনে আপনার সিভিটি বাজেয়াপ্ত ঘোষণা করা হতে পারে ৷
সিভিতে স্কিল প্রথমে অন্তর্ভূক্ত করুন :
সাধারণভাবে দেখা যায় একজন কর্মকর্তা যিনি আপনার সিভি প্রথমে হাতে পেয়েছেন তিনি সিভি তার শর্টলিস্টে রাখার জন্য ১০ থেকে ১৫ সেকেন্ড সময় হাতে পান ৷ এক্ষেত্রে তিনি আবেদিত চাকরির সিভিতে একবারের বেশি চোখ বুলানো সময় পান না ৷ এতেই বোঝা যায় তিনি আসলে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিভিটিকে তার শর্টলিস্টে অন্তর্ভুক্ত করেন এবং পরে সেটিকে যাচাই বাছাই করেন ৷
মূল কথা হচ্ছে কাজের চাপ এর দরুন কোন প্রতিষ্ঠানের এইচআর ডিপার্টমেন্টের হাতে সিভি পৌছুলে সেটিকে যাচাই-বাছাই করার জন্য দশ পনের সেকেন্ডেই তার কাজ সারতে হয় ৷ এই অল্প সময়ের মধ্যে কাজের সঙ্গে সম্পৃক্ত কোন বিষয় যদি প্রথমেই চোখে না পড়ে তাহলে তিনি সেটিকে বাদ দিয়ে দিতে পারেন ৷ তাই সবসময়ের জন্য সিভি তৈরি করতে উপরের দিকে নিজের সংক্ষিপ্ত স্কিল অন্তর্ভুক্ত করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ৷ আপনি চেষ্টা করবেন সবসময় সিভির উপরের দিকে নিজের দক্ষতা রাখতে যাতে সেটি প্রথমেই নজরে পড়ে ৷
সিভি কে আকর্ষনীয় করতে ভালো মানের ছবি ব্যাবহার করুন :
সিভিকে আরও আকর্ষণীয় করে তুলতে ভালোমানের ছবির কোন বিকল্প নেই ৷ আপনি একই ছবি বারবার বিভিন্ন সিভি তৈরি করতে ব্যবহার করবেন না ৷ অনেকক্ষেত্রে দেখা যায় আমরা একই ছবি বিভিন্ন সিভি তৈরি করতে বারবার ব্যবহার করছি ৷ একটি কোম্পানির কাছে এটি আপনার গ্রহন যোগ্যতা অনেকাংশে বাড়িয়ে দিতে পারে ৷ অনেক ক্ষেত্রে লোকাল প্রিন্টার গুলো যেভাবে ছবি প্রিন্ট করে সেই ছবিগুলো কালার রেজুলেশন ভালো থাকেনা এবং সেই ছবিগুলোতে অনেকের চেহারা ভালো বোঝা যায়না ৷ তাই এক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় ভাল স্টুডিও থেকে ভালো মানের ছবি প্রিন্ট আউট করার ৷ ঝাপসা ও পুরানো ছবির কারণে আপনার সিভিটি বাদও পড়তে পারে ৷ সিভি তৈরি করার ক্ষেত্রে এগুলি মনে রাখা জরুরী ৷