নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ (পাকিস্তান):
আরও বিপাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মহিলা বিচারককে হুমকি এবং তোষাখানা মামলায় সোমবার পাকিস্তান তেহরিকে ইনসাফ সুপ্রিমোর বিরুদ্ধে জোড়া গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। মহিলা বিচারককে হুমকির মামলায় আগামী ২৯ মার্চের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক রানা মুজাহিদ।
গত এপ্রিলে অনাস্থায় হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই একের পর এক মামলা দায়ের করা হয় ইমরান খানের বিরুদ্ধে। মামলায়-মামলায় কার্যত জেরবার তিনি। গত বছর ইসলামাবাদে পুলিশি হেফাজতে পাকিস্তান তেহরিকে ইনসাফের এক নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ইমরান খান হুমকি দিয়েছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরী, পুলিশের আইজি আকবর নাসির খান এবং স্থানীয় ডিআইজির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাঁর সেই মন্তব্যের জেরে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করে ইসলামাবাদ পুলিশ।
গত ১৮ জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে তলব করেছিল ইসলামাবাদ আদালত। কিন্তু হাজিরা দেননি ইমরান। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম। ইমরানের আইনজীবী ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার আবেদন জানালেও, বিচারক তা খারিজ করে দেন। পাশাপাশি বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির মামলায় ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ সত্বেও এদিন হাজিরা না দেওয়ায় ইসলামাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ফের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।