বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

প্রাইভেট কোচিং ও টিউশনে গুণতে হবে জরিমানা, কঠোর নির্দেশিকা জারি

প্রতিবেদক
splusnews
জুন ৩০, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
প্রাইভেট কোচিং ও টিউশনে গুণতে হবে জরিমানা, কঠোর নির্দেশিকা জারি

এসপ্লাস ডেস্ক : প্রাইভেট কোচিং ও টিউশন পড়ালে গুণতে হবে জরিমানা এমন কঠোর নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর ৷ রাজ্যের শিক্ষা দপ্তর বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে, সরকারি স্কুলের শিক্ষকরা আর বাড়িতে গিয়ে কিহ্বা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।

শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যজুড়ে একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শিক্ষকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা স্কুলে তোয়াক্কা না করে কোচিং সেন্টার ও বাড়িতে গিয়ে টিউশনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

‘রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট, ২০০৯’ সালের ২৮ নম্বর ধারা অনুযায়ী শিক্ষা দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি স্কুলে কর্মরত শিক্ষিক-শিক্ষিকারা কোনও ভাবেই আর গৃহশিক্ষকতা করতে পারবেন না। শুধু তাই নয়, তাঁরা কোনও কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। বিনামূল্যে টিউশনও দিতে পারবেন না তাঁরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই নির্দেশিকা রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর ৷

তবে, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের শিক্ষা দপ্তর সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছিল। কিন্তু সেটি অমান্য করে বিভিন্ন জেলা থেকে শিক্ষকদের প্রাইভেটে টিউশন করার অভিযোগ সামনে আসছিল।

বিভিন্ন জেলা থেকে একের পর এক অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে রাজ্য শিক্ষা দফতর।
তবে গৃহশিক্ষকদের একাংশের দাবি, জেলায় শিক্ষকদের অভাব রয়েছে। তাই অভিভাবকদের টিউশনের জন্য অনুরোধের কারনে তারা নামমাত্র অর্থ নিয়ে গৃহশিক্ষকতা করেন ৷

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত