রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট (বাংলাদেশ):
জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ আইডিয়াল একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ ইং অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ মার্চ, ২০২৩ ইং) সকাল ১০টায় জামালগঞ্জ বাজারে গৌহাটি হোলসেল মার্কেটে উক্ত জামালগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম পর্বে, কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর একাডেমির ছাত্ররা হাদিস পাঠ, কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত,
ছড়া, কবিতা আবৃত্তি, ইসলামী গান, দেশাত্ববোধক গান, নৃত্য ও কৌতুক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অএ একাডেমির ছাত্র/ ছাত্রীরা শিক্ষণীয় কৌতুক অভিনয়ে অংশগ্রহণ করে, ফারহানা, মুনা, উর্ফি, আছফিয়া, হিমেল।
৪র্থ শ্রেণির ছাত্রী সায়িমা তাসনিম অসাধারণ ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিত দর্শকের মনজয় করে নেন।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, শফিকুল আলম লেবু (প্রধান শিক্ষক, জামালগঞ্জ আইডিয়াল একাডেমি)।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, সুমন কুমার কুন্ডু (সহকারী শিক্ষা অফিসার)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বদিউজ্জামাল বদি স্যার (উপদেষ্টা ও অভিভাবক জামালগঞ্জ আইডিয়াল একাডেমি), মোওালেব হোসেন (সহকারী প্রধান শিক্ষক, শাহাপুর উচ্চ বিদ্যালয়) ও ডাঃ মোস্তাফিজুর রহমান দুলু (ম্যানেজিং কমিটির সদস্য, জামালগঞ্জ আইডিয়াল একাডেমি)।
উপস্থিত ছিলেন, একাডেমির শিক্ষক/শিক্ষিকা, এলাকা থেকে আগত বিভিন্ন ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।