নিজস্ব প্রতিনিধি:
বছর ঘুরলেই লোকসভার নির্বাচন। কিন্তু সেই লড়াইয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ হবেন কে? এই প্রশ্নের জল্পনা গত কয়েক বছর ধরেই ঘুরছে জাতীয় স্তরের রাজনীতিতে। কংগ্রেস ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে তাঁদের তরফে মুখ হচ্ছেন রাহুল গান্ধিই। দ্বিতীয় আর অন্য কোনও মুখকে তাঁরা এই বিষয়ে সমর্থন করছে না এখনই। এমনকি মোদির বিরুদ্ধ মুখ হিসাবে যে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে তা ঠেকাতে মল্লিকার্জুন খাড়গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের নাম ভাসিয়ে দিয়েছেন। যদিও তাতেও পরিস্থিতির যে খুব একটা পরিবর্তন হয়নি সেটা রাজনীতির গতিচিত্র দেখলেই বেশ বোঝা যাচ্ছে। এখন তো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এসপি সুপ্রিমো অখিলেশ যাদব বুঝিয়েই দিচ্ছেন মোদির বিরুদ্ধে ২৪’র মুখ হতে চলেছেন সেই মমতাই।
জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ১৯ মার্চ সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন বসছে কলকাতায়। দু’দিনের সেই সম্মেলনে যোগ দিতে শহরে আসছেন অখিলেশ যাদব। আর এই সময়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করবেন। অর্থাৎ এই সপ্তাহে দিল্লিতে বিরোধী বৈঠকের আগে কলকাতাতেই একপ্রস্ত আলোচনায় বসতে চলেছেন বিজেপি বিরোধী শিবিরের দুই নেতানেত্রী। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, ১৭ তারিখ বিকাল ৫টায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন অখিলেশ। দু’জনের মধ্যে বৈঠক হবে। লোকসভা ভোট, বিরোধী জোট নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এই সপ্তাহের শেষে অরবিন্দ কেজরিয়াল বিরোধী বৈঠক ডেকেছেন দিল্লিতে। সেখানে আমন্ত্রিত হিসাবে থাকছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়া বিরোধী ৮ দলের নেতানেত্রীদেরও আহ্বান জানানো হয়েছে। দিল্লির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে তার আগে কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠকে বিরোধী ঐক্য নিয়ে একপ্রস্ত আলোচনা হয়ে যাবে।
অন্যদিকে, ১৭ তারিখ কালীঘাটের দলীয় কার্যালয়ে দলের সকলকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়ক, সাংসদদের নিয়ে আলোচনায় বসবেন তিনি। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে সলতে পাকানোর কাজটা শুরু হবে কালীঘাটের এই রুদ্ধদ্বার বৈঠক থেকেই। এছাড়া সাগরদিঘি উপনির্বাচনে দলের ফলাফল নিয়েও কাটাছেঁড়া হতে পারে সেখানে। সব মিলিয়ে, ১৭ মার্চ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন তৃণমূল নেত্রী।