শনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

কুপিত শনির দশার লক্ষণ গুলি সম্বন্ধে জানুন

প্রতিবেদক
splusnews
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
কুপিত শনির দশার লক্ষণ গুলি সম্বন্ধে জানুন

নিজস্ব প্রতিনিধি :- শনিবার হল শনিদেবের আরাধনার বার। যে সমস্ত জাতক জাতিকাদের কুষ্টিতে শনির কুপিত – প্রভাব রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়।

 

 

শনি মহারাজ, কুপিত হলে যে সমস্ত লক্ষণ গুলি সাধারণত দেখা যায়, সেগুলি জেনে নেওয়া যাক।

১) ঋণ বৃদ্ধি, বন্ধু বিচ্ছেদ ও প্রেমে প্রতারণার মতো গুরুতর লক্ষণ দেখা দেয়।
২) বৈবাহিক সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হয়।
৩) জুতো বার বার ছিড়ে যাওয়া ও জুতো হারিয়ে যাওয়া শনির দশার একটা প্রাথমিক লক্ষণ বলে মনে করা হয়। এমনটা হলে অবিলম্বে সাবধানতা নেওয়া প্রয়োজন।
৪) শিক্ষা লাভে নানান সমস্যা ও পরীক্ষায় অকৃতকার্য হওয়া শনি দেবের অসন্তোষের কারণে হয়।
৫) ক্লান্তিবোধ ও উদ্বেগ কুপিত শনির দশার কারণে হয়ে থাকে।
৬) কর্মবিমুখতা শনির দশার অন্যতম একটি লক্ষণ।
৭) শনির দশার এর একটি লক্ষণ হল সঞ্চয়ের অভাব।
৮) শরীরে ব্যাথা, যন্ত্রণা সৃষ্টি হয়। এমনকি নেশা, জুয়া, প্রতারণার প্রতি আকর্ষন বোধ কুপিত শনির দশার মধ্যে দেখা যায়।

যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে এই সমস্ত লক্ষণ গুলি দেখা দিয়েছে, তাদের বুঝতে হবে তাদের কুষ্টিতে শনি কুপিত হয়েছে। এমনটা হলে, তাদের অতি অবশ্যই শনিবার শনি দেবের পূজা করলে এর প্রভাব অনেকটা কমে। একই সাথে শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ