নিজস্ব প্রতিনিধি, লন্ডন:
৫ মার্চ তারিখটা ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ-লক্ষ সমর্থককে বহু বছর পিছু তাড়া করে বেড়াবে। কেননা রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত দুর্বল লিভারপুলের কাছে ৭-০ গোলে হারার দগদগে ক্ষত সহজে ভোলার নয়। অ্যানফিল্ঠ স্টেডিয়ামের ইলেকট্রনিক্স স্কোর বোর্ডে জ্বলজ্বল করা স্কোর দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না বহু ম্যান ইউ সমর্থক।
শুরু থেকেই এরিক টেন হাগের ছেলেদের টেক্কা দিয়ে যাচ্ছিল ইয়ুর্গেন ক্লপের ছেলেরা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যান ইউ-লিভারপুল ম্যাচ। ইউনাইটেডের ক্যাসিমেরো লিভারপুলের জালে বল ঢুকিয়েছিলেন। কিন্তু আফ সাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। আর ওই গোল বাতিলের পরেই অন্য চেহারায় দেখা গেল গাকপো-নুনিয়েজদের। প্রথমার্ধের খেলা শেষের লগ্নে ৪৩ মিনিটে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে লিভারপুলকে ১-০ গোলে এগিয়ে দেন গাকপো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেই হারিয়ে ফেলেন ম্যান ইউয়ের ফুটবলাররা। দুই মিনিটের মাথায় ফের ম্যান ইউয়ের জালে বল গলান লিভারপুলের নুনিয়েজ। মিনিট তিনেক বাদে মহম্মদ সালাহের পাস থেকে ম্যান ইউয়ের রক্ষণকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। ৬৬ মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন মহম্মদ সালাহ। ৭৫ মিনিটে ফের হেডে ম্যান ইউয়ের গোলের জাল ভেদ করেন নুনিয়েজ। আট মিনিট বাদে ৮৩ মিনিটের মাথায় ফের গোল করেন মহম্মদ সালাহ। একের পর এক গোল হজম করে মানসিকভাবে বিধ্বস্ত হন ম্যান ইউয়ের ফুটবলাররা। পাঁচ মিনিটে রবার্তো ফারমিনো ফের গোল করে ম্যান ইউয়ের কফিনে সেষ পেরেক পুঁতে দেন। শেষের দিকে ম্যান ইউয়ের এগারো জনকেই নিজেদের রক্ষণভাগ সামলাতে দেখা যায়। ম্যাচ শেষের পরে দীর্ঘক্ষণ মাঠে মাথানিচু করে বসে থাকতে যায় ক্যাসিমারোদের।