এসপ্লাস নিউজ ডেস্ক : এবার ভারতের অধিকাংশ অফিস বন্ধ করে দিল টুইটার। জানা গিয়েছে, দিল্লি ও মুম্বইয়ের অফিস বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আচমকাই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। আপাতত কর্মীদের বাড়িতে থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে অফিসের তরফে।
জানাগিয়েছে টুইটারের তিনটি অফিস ছিল ভারতে। সেখানে অন্তত ২০০ জন কর্মী চাকরি করতেন। কিন্তু গত বছর টুইটারের মালিকানা বদলের পরেই টুইটার থেকে ছেঁটে ফেলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মীকে। খরচ কমাতেই অসংখ্য টুইটার কর্মীকে ছেঁটে ফেলেছেন মাস্ক। ভারতেও তার অন্যথা হয়নি। মাত্র কয়েকজনকে নিয়েই ভারতে কাজ চালাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটট।
তবে ঠিক পাকাপাকিভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি সংস্থার তরফে। এবার ভারতে শুধুমাত্র বেঙ্গালুরুতেই আপাতত টুইটারের অফিস রয়েছে। টুইটার কেনার পর থেকেই খরচ কমাতে একাধিক পদক্ষেপ করেছেন এলন মাস্ক।