এসপ্লাস ডেস্ক: ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, দক্ষিনে বাড়ছে তাপদাহ ৷ হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তবে, আগামীকাল অর্থাৎ চলতি মাসের শেষ দিন বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-এ। কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তাতে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা। পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তির চোখ রাঙানিও থাকবে ৷
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ঝরতে পারে ভারী বৃষ্টি ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা ছিল । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমন বড় বৃষ্টিপাত হয়নি ৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর । বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৮৮ শতাংশ ।