নিজস্ব প্রতিনিধি:
কৃষ্ণনগরে ৬০ কিলো গাঁজা সহ গ্রেফতার এক গাড়ি চালক। কৃষ্ণনগর স্টেশন রোড থেকে একটি চারচাকা গাড়ির সিটের তলায় করে পাচার হওয়া গাঁজা উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ অতর্কিতে হানা দেয় পুলিশ। চারচাকা গাড়িটিতে তল্লাশি চালানো মাত্রই চালক পালিয়ে যাওয়ার সময় একটি ডোবায় গিয়ে পড়ে।
এরপরই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে সিটের তলায় বেশ কয়েকটি প্যাকেটে থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর উড়িষ্যা থেকে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় পাচার হবার আগেই গাঁজা উদ্ধার করে পুলিশ।
এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সড়ক পথে এই ধরনের মাদক পাচারের ক্ষেত্রে আরও কড়া নজরদারির ব্যবস্থা করছে প্রশাসন।এই ধরনের মাদক পাচার চক্র ঠিক কোন কোন রুট দিয়ে বিভিন্ন এলাকায় গাঁজা, হাসিস, চরস ও অন্যান্য মাদকদ্রব্য পৌছে দিচ্ছে তা জানতে পুলিশ লাগাতার অভিযান শুরু করেছে।