ওয়েব ডেস্ক: ভিনগ্রহীদের নিয়ে মানুষের জল্পনা বহুদিনের ৷ তাতে নানা ঘটনা আর রটনাও কিন্তু কম হয়নি ৷ সাধারন মানুষের মধ্যে ভীনগ্রহীদের নিয়ে জানার আগ্রহের যে অন্ত নেই তা গুগল বলে দিয়েছে । তবে ভিনগ্রহীদের যান ইউএফও নিয়ে মাঝে মধ্যেই দেখা মেলে নানা ভিডিওর ।
কিন্তু তার সত্যি বা মিথ্যা নিয়ে বরাবরই একটা সংশয় থেকেই যায় ৷ তবে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআইয়ের গোপন নথিপত্রে বেরিয়ে এসেছে এক আশ্চর্যজনক তথ্য ৷ এবার এফবিআই স্বীকার করল ভিনগ্রহের প্রাণীদের আকাশযান বা ইউএফও দেখা পাওয়ার ৷ সেই রিপোর্টে আরও বলা হচ্ছে যে, ঘন্টায় প্রায় সাতাশ হাজার মাইল গতিবেগে ছুটে আসা ইউএফও দুর্ঘটনার শিকার হয়েছে ।
গত বছরের জুন মাসে পেন্টাগনের একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে । আর তাতেই নড়েচড়ে বসেছে ইউএস সরকার ৷ রিপের্ট প্রকাশ্যে আসতেই আমেরিকা প্রথমবারের মতো স্বীকার করল যে মহাকাশে ইউএফও দেখতে পাওয়া যায় ৷
তাতে আরো একটি ইউএফও দূর্ঘটনার উল্লেখ করা হয়েছে ৷ সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলো এলিয়েনরা। দুর্ঘটনার পরেই এলিয়েনদের তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহে সূক্ষ্ম ধাতব পোশাক ছিল। যে অনেকটাই মানুষের মত দেখতে প্রায় তিন ফুট উচ্চতার ছিল দেহগুলি ৷
এফবিআইয়ের নথিতে ১৯৪০ সাল থেকে আকাশে রসহ্যময় এসব যান এর অস্তিত্ব বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷ এছাড়া মাঝে মাঝেই এসব রহস্যজনক বস্তু দেখতে পাওয়া যায় ৷ তবে এই এই চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে গোটা বৈজ্ঞানিক মহল।