বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

ভীনগ্রহীদের যান ইউএফও নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন

প্রতিবেদক
splusnews
নভেম্বর ১৭, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
ভীনগ্রহীদের যান ইউএফও নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন

ওয়েব ডেস্ক: ভিনগ্রহীদের নিয়ে মানুষের জল্পনা বহুদিনের ৷ তাতে নানা ঘটনা আর রটনাও কিন্তু কম হয়নি ৷ সাধারন মানুষের মধ্যে ভীনগ্রহীদের নিয়ে জানার আগ্রহের যে অন্ত নেই তা গুগল বলে দিয়েছে । তবে ভিনগ্রহীদের যান ইউএফও নিয়ে মাঝে মধ্যেই দেখা মেলে নানা ভিডিওর ।

 

কিন্তু তার সত্যি বা মিথ্যা নিয়ে বরাবরই একটা সংশয় থেকেই যায় ৷ তবে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআইয়ের গোপন নথিপত্রে বেরিয়ে এসেছে এক আশ্চর্যজনক তথ্য ৷ এবার এফবিআই স্বীকার করল ভিনগ্রহের প্রাণীদের আকাশযান বা ইউএফও দেখা পাওয়ার ৷ সেই রিপোর্টে আরও বলা হচ্ছে যে, ঘন্টায় প্রায় সাতাশ হাজার মাইল গতিবেগে ছুটে আসা ইউএফও দুর্ঘটনার শিকার হয়েছে ।

গত বছরের জুন মাসে পেন্টাগনের একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে । আর তাতেই নড়েচড়ে বসেছে ইউএস সরকার ৷ রিপের্ট প্রকাশ্যে আসতেই আমেরিকা প্রথমবারের মতো স্বীকার করল যে মহাকাশে ইউএফও দেখতে পাওয়া যায় ৷

তাতে আরো একটি ইউএফও দূর্ঘটনার উল্লেখ করা হয়েছে ৷ সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলো এলিয়েনরা। দুর্ঘটনার পরেই এলিয়েনদের তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ দেহে সূক্ষ্ম ধাতব পোশাক ছিল। যে অনেকটাই মানুষের মত দেখতে প্রায় তিন ফুট উচ্চতার ছিল দেহগুলি ৷

এফবিআইয়ের নথিতে ১৯৪০ সাল থেকে আকাশে রসহ্যময় এসব যান এর অস্তিত্ব বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷ এছাড়া মাঝে মাঝেই এসব রহস্যজনক বস্তু দেখতে পাওয়া যায় ৷ তবে এই এই চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে গোটা বৈজ্ঞানিক মহল।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ