ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গ সরকার তীব্র গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ১১ দিন ছুটি বাড়ানো হয়েছে সরকারি স্কুলগুলিতে। প্রায় গোটা জুন মাসই রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলি বন্ধ থাকছে।
তবে বেসরকারি স্কুলগুলিও এই পথে হাঁটবে না। সরকারি বিজ্ঞপ্তি সামনে আসার পর বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া আলাদা। তবে এই সময়ে পঠনপাঠন চালু রাখার ব্যাপারে তাঁরা সবাই একমত।
অন্তত তাঁরা অনলাইনে ক্লাস করার ব্যাপারে বিশেষ উদ্যোগী।
রুবি পার্ক পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানান, ১৬ জুন অফলাইনে স্কুল খোলার কথা ছিল। তবে সোমবার থেকে তাঁরা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছেন। সে ক্ষেত্রে পড়ুয়ারা বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারবে।
সাউথ পয়েন্ট স্কুলে আগামী ২৭ জুন পর্যন্ত গরমের ছুটি চলছে। তাই নতুন সরকারি নির্দেশে তাদের স্কুলে কোনও প্রভাব পড়বে না। কলকাতার বেশির ভাগ বেসরকারি স্কুল অফলাইন না হোক অন্তত অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত। এর কারণ, সামনেই রয়েছে বিভিন্ন ক্লাসের সেমেস্টার পরীক্ষা। টানা ছুটি থাকলে সিলেবাস শেষ করাটাও কঠিন হয়ে যাবে।