নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় হুগলি সেতুতে চাপ কমাতে রাজ্য সরকারকে তৃতীয় হুগলি সেতু নির্মাণের প্রস্তাব দিল এক বেসরকারি সংস্থা। মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পরিবহণ দফতর, পূর্ত দফতর এবং কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করে ওই সংস্থার আধিকারিকরা এই প্রস্তাব দেন। পাশাপাশি শহরে যানজট কমাতে রাজ্য সরকারকে রিং রোডের প্রস্তাবও দেয় ওই সংস্থা।
বেসরকারি সংস্থার তরফে বলা হয়েছে গঙ্গার উপর দিয়ে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এই তৃতীয় হুগলি সেতু নির্মাণে খরচ পড়বে দেড়শো কোটি টাকা। বাউড়িয়া থেকে বজবজ পর্যন্ত গঙ্গার উপর দিয়ে এই সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেতু নির্মাণের পাশাপাশি রিং রোড নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়, মোট ২০০ কিলোমিটার দৈর্ঘ্যের রিং রোড তৈরি হবে। খরচ হবে প্রায় চার হাজার কোটি টাকা। হাওড়ার পাঁচলা থেকে বাউড়িয়া হয়ে গঙ্গার উপর গিয়ে বজবজে সেতু তৈরি হবে। বজবজ থেকে মহেশতলা, গার্ডেনরিচ হয়ে জোকা-তারাতলা আমতলা, সোনারপুর, বারুইপুর, বাসন্তী হাইওয়ে, টাকি রোড, বসিরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু, ডানকুনি হয়ে জাতীয় সড়ক দিয়ে পাঁচলা পর্যন্ত এই রোড হবে।
তবে এই প্রস্তাব এখনও প্রাথমিক স্তরে রয়েছে। বিষয়টি নবান্নের শীর্ষ স্তরে আলোচনা হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে। মুখ্যমন্ত্রীর সম্মতির পর প্রক্রিয়া শুরু করা হবে।