কল্যাণ মন্ডল,পশ্চিম মেদিনীপুর : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব অবস্থান কর্মসূচি করল তৃণমূল ৷ গড়বেতা-৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এদিন সকালে চন্দ্রকোনা রোডে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ৷ গান্ধী নীতিতে জনমত তৈরি করতে শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হয় ।
তৃণমূল সূত্রে খবর, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডলের নেতৃত্বে বিভিন্ন অঞ্চল যুব সভাপতি সহ যুব কর্মীদের নিয়ে চন্দ্রকোনা রোডের পেট্রোল পাম্পগুলিতে বিশেষ প্রতীকী অবস্থান ও পরিক্রমা কর্মসূচি গ্রহণ করা হয়। ব্যানার, কার্টুন , কটাক্ষ সম্বলিত প্ল্যাকার্ড সহযোগে অবস্থান ও পথ পরিক্রমা কর্মসূচি পালন করা হয় ৷ পেট্রোলের দাম বেড়ে যাওয়াতে চন্দ্রকোনা রোডের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে পথচলতি মানুষজন, বাইক আরোহী, বিভিন্ন যানবাহনের চালকদের মিষ্টিমুখ করানো হয়।
ব্লক যুব সভাপতি সাগর মন্ডল বলেন “মোদি বাবু ১০০ নট আউট!’ শাসনের নামে শোষণ নীতি নিয়ে চলছে এই কেন্দ্র সরকার । অবিলম্বে এদের আউট না করলে দেশবাসীর চূড়ান্ত সর্বনাশ । তাই জনসচেতনতা বাড়িয়ে, জনমত তৈরি করে, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতেই আমাদের এই কর্মসূচি ৷ তিনি বলেন ,মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন ভারত গঠনের লক্ষ্যে আপামর জনসাধারণকে এগিয়ে আসতে হবে” ৷
কেন্দ্রের জনবিরোধী এই কার্যক্রমের বিরুদ্ধে আগামীদিনে জনগণকে সংগঠিত করে গড়বেতা-৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস আরো আন্দোলনমুখী হবে বলেও জানিয়েছেন ব্লক যুব সভাপতি৷