এসপ্লাস ডেস্ক : দীঘা মোহনায় দীর্ঘ দুছর পর ধরা দিল ইলিশ। দীঘা মোহনা থেকে ৫০০ গ্রাম থেকে ২ কিলোগ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছে। সঙ্গে আরও বেশ কিছু ট্রলারে ইলিশ আসছে বলে খবর।
মৎস্যজীবীদের মতে, পুবালি হাওয়া ও ঝিরঝিরও বৃষ্টিই এর মূল কারণ। দুইয়ের মেলবন্ধনেই রুপোলি শস্যের বান ডেকেছে। তবে এই জোগানের জেরে ইলিশের দাম একধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তাঁরা।
৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে আগামী কয়েক দিনে এই দাম বেশ কিছুটা কমবে বলেই মনে করছেন মৎস্যজীবীরা। ২ কিলোগ্রাম ওজনের ইলিশেরও দাম কমবে।