মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

সন্তান প্রসবের পরই জানলেন গর্ভবতী ছিলেন তিনি

প্রতিবেদক
splusnews
সেপ্টেম্বর ২১, ২০২১ ৫:২১ অপরাহ্ণ

ওয়েব ডেস্ক: ব্রিটেনের এক মহিলা বিয়ের ৩ দিন আগেই সন্তানের জন্ম দিলেন । ওই মহিলার দাবি, তিনি যে গর্ভবতী সেটা তিনি জানতেনই না। লিসা নামে বছর ৪০-র ওই মহিলার মতে, মা হওয়া তাঁর স্বপ্ন ছিল। তবে ওই মহিলা মনে করতেন যে তিনি বুড়ি হয়ে গিয়েছেন। কিন্তু হঠাৎই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্তানের জন্ম দেন তিনি।

তবে, লিসার ঘটনার একটি অংশ টিএলসির ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে লিসা বলেন, “গর্ভবতী হওয়ার সাধারণ কোনও লক্ষণ তাঁর শরীরে ছিল না। স্তনে ব্যাথা বা বমি ভাব, কিছুই ছিল না। এমনকী ওজন বৃদ্ধি পাওয়ার পরিবর্তে কমে গিয়েছিল।”

তিনি আরও বলেন, ২ মাস পিরিয়ডস না হওয়ায় তিনি পরীক্ষা করান। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। যার জেরে তিনি মনে করে নেন, তাঁর হয়তো মেনোপজের সময় হয়ে গিয়েছে। এর ৪ মাস পর তিনি ফের প্রেগনেন্সি পরীক্ষা করান, তখনও ফলাফল স্পষ্ট হয়নি। এমনকী তৃতীয়বার টেস্টের রিপোর্টও নেগেটিভ আসে বলে জানান তিনি

লিসা বলেন, বিয়ের ৩ দিন আগে তাঁর রক্তপাত শুরু হয় এবং তিনি বুঝতে পারেন বিষয়টি গুরুতর। এরপর তাঁর হবু স্বামীই তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর চিকিৎসকরা অনুমান করেন লিসার গর্ভের সন্তান প্রায় ২৮-৩০ সপ্তাহের।

লিসা আরও বলেন, যতক্ষণ না তাঁর সন্তানের ফুসফুস সঠিকভাবে বিকশিত হয় ততক্ষণ তাঁকে গভীর পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকেরা।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত