নিজস্ব প্রতিনিধি:
টলিউডের বিতর্কিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাঁকে ঘিরে গসিপ সর্বদা জারি। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। কারণটা অভিনেত্রী নিজেই, পরপর তিনটি বিয়ে তাঁর, কোনটাই টেকেনি। ১-২ বছরের মাথাতেই ভেঙে গিয়েছে তাঁর সবকটি বিবাহ। যদিও অভিনেত্রীর তিন নম্বর বিয়ে এখনও আইনের খাতায়-কলমে বন্দি। ছাদ আলাদা হলেও কাগজে-কলমে স্বামী-স্ত্রী শ্রাবন্তী-রোশন সিং। তাঁদের ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। রোশনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ নম্বর ধারায় খোরপোষের মামলাও করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
২০২১ সাল থেকেই চলছে সেই মামলা। এবার সেই মামলায় এল নয়া মোড়। রোশন সিং-এর বিরুদ্ধে মামলায় আপাতত স্থগিতাদেশ দিল আদালত। সঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকার কথা জানিয়ে দিয়েছেন আদালত। শ্রাবন্তীর তৃতীয় স্বামীর কথায়, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোষের মামলায় স্থগিতাদেশ দিয়েছে আদালত।
সুতরাং খানিকটা স্বস্তিতে রোশন। আদলতের রায়ে খুশি তিনি। প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোষ দাবি করেছিলেন শ্রাবন্তী। আপাতত শান্তির নিঃশ্বাস রোশনের। রোশনের সঙ্গে সংসার ভাঙার পর অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাম জড়িয়েছিল শ্রাবন্তীর। বর্তমানে সেই সম্পর্কে ইতি টেনে জিম ট্রেনারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন অভিনেত্রী। আপাত সেটাই গুজব।