শান্তনু রায়, বেলদা : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমেছে এসইউসিআই কমিউনিস্ট দল। রাজ্য কমিটির আহ্বানে ১ লা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে । সেইমতো মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি নারায়ণগড় ব্লক কমিটির পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের বেলদাতে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালিত করা হয় ।
এদিন দলীয় মিছিলটি বেলদা কেশিয়াড়ী মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। প্রতীকি এলপিজি সিলিন্ডার ও মোদীর ছবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকেরা। এদিন ট্রাফিক স্ট্যান্ডের সামনে প্রতীকি এলপিজি সিলিন্ডার ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে দফায় দফায় বিক্ষোভ দেখান দলের কর্মী সমর্থকেরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ কৃষি আইন ও বিদ্যুৎ বিল ২০২০ বাতিলের দাবী জানিয়ে পথসভায় বক্তৃতা করেন তুষার জানা, সূর্য প্রধান, প্রদীপ দাস, শ্যামাপদ জানা, সুশান্ত পানিগ্রাহী, ব্রতীন দাস সহ আরও অনেকে । বক্তারা দ্রুত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন সহ সকল পরিষেবা দেয়ার দাবি জানিয়ে ডেপুটেশন দেন ৷