ডেস্ক রিপোর্ট :- অভিনেতা ববি চক্রবর্তী নাম টা আজ অনেক পরিচিত নাম। ববি চক্রবর্তী একজন সফল অভিনেতা হলেও তিনি একজন সমাজকর্মী, সর্বোপরি একজন শিক্ষক। তার সমস্ত সামাজিক কাজকর্ম অনেক মানুষের মুখে মুখে। তার মধ্যে ববি চক্রবর্তীর স্বপ্নের প্রজেক্ট AAC মানে Anti Addiction Campaign-এর আন্তরিক প্রয়াস যা শুধু দেশের ভেতরই নয়, দেশের বাইরেও তিনি এটি নিয়ে গিয়েছেন।
সম্প্রতি অভিনেতা ববি চক্রবর্তী তাজ বেঙ্গল হোটেলে তার মা অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর জন্মদিনের সারপ্রাইজ সেলিব্রেশন করলেন। তবে তার জন্মদিনের এই সেলিব্রেশন মনে রাখার মত। কারন সুদীপ্তা চক্রবর্তী 2022 সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
সুদীপ্তা চক্রবর্তীর ডান হাত, ডান পা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এমনকি তার স্মৃতিশক্তিও চলে গিয়েছিল। এই সময়টা ববি চক্রবর্তীর জীবনে অন্ধকার তম দিন ছিল। তবে তিনি ভেঙে পড়েন নি।
ববি চক্রবর্তীর কাছে তার বাবা-মা ই প্রথম প্রায়োরিটি। দুজন দক্ষ চিকিৎসক ডাঃ সুব্রত বিশ্বাস এবং ডাঃ পিনাকী মুখার্জীর সাহায্যে ববি চক্রবর্তীর মা সুদীপ্তা চক্রবর্তী আগের থেকে ভালো হতে শুরু করেন। সেই সঙ্গে ফিজিওথেরাপিও চলছিল।
সুদীপ্তা চক্রবর্তী দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন এবং তিনি 3 মাস ঘরের মধ্যে বন্দী ছিলেন। গত 5-ই মার্চ সুদীপ্তা চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে অভিনেতা ববি চক্রবর্তী তার মা কে আনন্দ দেওয়ার জন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কারণ ফেব্রুয়ারির শেষের দিকে সুদীপ্তা চক্রবর্তী কিছুটা ভালো অবস্থায় ছিল।
অভিনেতা ববি চক্রবর্তীর প্রিয় বন্ধু এবং শুভাকাঙ্খী বিজয় শ্রীকেন্ত্ হলেন তাজ বেঙ্গল হোটেলের জেনারেল ম্যানেজার। বিজয় শ্রীকেন্ত্ ববি চক্রবর্তীর মাকে একটি দিন কাটানোর জন্য তার হোটেলে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন তবে সেটা বন্ধুত্বের অফুরন্ত ভালোবাসার। ববি চক্রবর্তী এটি মায়ের কাছ থেকে গোপন রেখেছিলেন। তার মা শুধু জানতেন যে, তারা 5 ই মার্চ কোথাও একটা যাবেন।
5-ই মার্চ তার মা যখন তাজ বেঙ্গল হোটেলে পৌঁছেছিলেন, তখন তিনি আনন্দিত এমনকি আশ্চর্য হয়েছিলেন। তার মায়ের অবস্থা এবং বিধিনিষেধের কথা মনে রেখে তাজ বেঙ্গল হোটেলের জেনারেল ম্যানেজার “শ্রীকেন্তের দক্ষ নেতৃত্বে” অর্ণব চ্যাটার্জি, সঞ্জীব রায়,সৌরভ মিত্র, অরিজিৎ এবং অন্যরা সুন্দর হলুদ গোলাপ দিয়ে সুস্বাদু টিটবিট, সমস্ত চিনিমুক্ত গ্রিলড খাবার সাজিয়ে রেখে একটি দুর্দান্ত উদযাপনের পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে উপরি পাওনা ছিল গান।
ঐতিহ্যবাহী রাজকীয় তাজ বেঙ্গল স্টাইলে, একটি সুন্দর তলোয়ার দিয়ে তার মা একটি বিশেষভাবে তৈরি একটি কেক কেটেছিলেন। এইভাবে কেক কেটে সুদীপ্তা চক্রবর্তী এতটাই আনন্দিত হয়েছিলেন যে তার ছেলে ববি চক্রবর্তী চোখে জল চলে এসেছিল।
অভিনেতার কথায় “যাওয়ার সময় আমরা তাজ বেঙ্গলের সবাইকে ধন্যবাদ জানালাম; বিশেষ করে বিজয় শ্রীকেন্তের অনবদ্য আতিথেয়তার জন্য। আমি অনুভব করতে পারছিলাম যে, আমার মা এই আতিথেয়তা পেয়ে একটি ছোট্ট মেয়ের মতো অত্যন্ত খুশি ছিল, যা আমার চোখে জল এনেছিল!”