বাংলাদেশ ব্যুরো : বাংলাদেশ কোষ্টগার্ডের আতশকাঁচের নিচে বন্দরে নোঙ্গর করা জাহাজের চোরাকারবারীরা ৷ মোংলা বন্দরে ভেড়া বাণিজ্যিক জাহাজ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সাফল্য কোষ্টগার্ড পশ্চিম জোনের ।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকির প্রেস ব্রিফিং সূত্রে জানাগিয়েছে, গত মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ইউরিয়া সার নিয়ে কাতারের রুয়াইস বন্দর থেকে মোংলা বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় আগমন করে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ “MV. AS ELENIA” ৷ সেই জাহাজে উঠে সংঘবদ্ধ একটি দুষ্কৃতিকারী দল বোসন লকার রুম ভেঙ্গে পেইন্টসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় । এরপরই মালামাল উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে কোস্টগার্ড ৷ পরে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন হতে দুইটি আভিযানিক দল মোংলা উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চুরি করা মালামালসহ ২ টি বোট জব্দ করে ৷ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে নৌকা থেকে জলে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক বোটসমূহ তল্লাশী করে বিপুল পরিমান পেইন্ট, জাহাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজসহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও দুষ্কৃতিকারীদের ব্যবহৃত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল বাণিজ্যিক জাহাজে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দুষ্কৃতিকারীদের আটক করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে ৷