মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

পুরীর রথের চাকায় ফাঁটল, অমঙ্গলের ইঙ্গিত ?

প্রতিবেদক
splusnews
জুলাই ৫, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
পুরীর রথের চাকায় ফাঁটল, অমঙ্গলের ইঙ্গিত ?

এসপ্লাস ডেস্ক: রথযাত্রার উৎসব শুরুর পরদিনই পুরীতে ঘটল ‘অঘটন’। চিন্তার ভাঁজ সাধারণ ভক্ত দর্শনার্থীদের কপালে । আচমকা রথের চাকায় তৈরি হওয়া এই ফাটলকে অমঙ্গলের ইঙ্গিত বলেই মনে করছেন ভক্ত ও অনুগামীরা।

ঠিক কি ঘটেছিল পুরীর রথযাত্রা উৎসবে ?

জানা গিয়েছে এদিন সকালেই ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথের চাকায় দেখা মিলল ফাটল। তালধ্বজের ‘পিডিনাকাহা’ ও দর্পদলনার ‘বাদাউচুলা’ চাকায় ফাটল ধরেছে। তবে সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে । এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যে দুই চাকায় ফাটলের অস্তিত্ব মিলেছে তাতে লোহার পাত লাগিয়ে কাজ চালানো হবে ৷

কেনো পুরীর রথযাত্রা ঘটনায় অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করছেন ?

এর আগেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা ভেঙ্গে পড়েছিল ৷ ঠিক তারপরই করোনার প্রকোপ বেড়ে যায় ৷ এছাড়া মন্দিরের রন্ধনশালায় ৪০টি মাটির উনুন ভেঙে ফেলেছিল দুষ্কৃতীরা। দ্বাদশ শতাব্দীতে তৈরি এই উনুনগুলি গুড়িয়ে দিয়েছিল তারা। সম্প্রতি গত শনিবার পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলাও হয় ৷ তাতে ভাঙচুর করা হয় প্রায় ২০টি উনুন। পুরীর গুণ্ডিচা মন্দিরে উনুন ধ্বংস এবং তারপর রথে ফাটল স্বাভাবিকভাবেই ভক্ত অনুগামীদের অশনি বিপদের ইঙ্গিত দিচ্ছে ৷

তবে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ যারা এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ৷ রথযাত্রার সময় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

সর্বশেষ - পশ্চিমবঙ্গ