এসপ্লাস ডেস্ক: রথযাত্রার উৎসব শুরুর পরদিনই পুরীতে ঘটল ‘অঘটন’। চিন্তার ভাঁজ সাধারণ ভক্ত দর্শনার্থীদের কপালে । আচমকা রথের চাকায় তৈরি হওয়া এই ফাটলকে অমঙ্গলের ইঙ্গিত বলেই মনে করছেন ভক্ত ও অনুগামীরা।
ঠিক কি ঘটেছিল পুরীর রথযাত্রা উৎসবে ?
জানা গিয়েছে এদিন সকালেই ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথের চাকায় দেখা মিলল ফাটল। তালধ্বজের ‘পিডিনাকাহা’ ও দর্পদলনার ‘বাদাউচুলা’ চাকায় ফাটল ধরেছে। তবে সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে । এখন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, যে দুই চাকায় ফাটলের অস্তিত্ব মিলেছে তাতে লোহার পাত লাগিয়ে কাজ চালানো হবে ৷
কেনো পুরীর রথযাত্রা ঘটনায় অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করছেন ?
এর আগেও পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা ভেঙ্গে পড়েছিল ৷ ঠিক তারপরই করোনার প্রকোপ বেড়ে যায় ৷ এছাড়া মন্দিরের রন্ধনশালায় ৪০টি মাটির উনুন ভেঙে ফেলেছিল দুষ্কৃতীরা। দ্বাদশ শতাব্দীতে তৈরি এই উনুনগুলি গুড়িয়ে দিয়েছিল তারা। সম্প্রতি গত শনিবার পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলাও হয় ৷ তাতে ভাঙচুর করা হয় প্রায় ২০টি উনুন। পুরীর গুণ্ডিচা মন্দিরে উনুন ধ্বংস এবং তারপর রথে ফাটল স্বাভাবিকভাবেই ভক্ত অনুগামীদের অশনি বিপদের ইঙ্গিত দিচ্ছে ৷
তবে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ যারা এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ৷ রথযাত্রার সময় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷