ওয়েব ডেস্ক : শুভ দিনেই সানাই এর সুরে বাজলো বিষাদ ৷ শুক্রবার বিকেলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করতেই কপাল পুড়লো নবদম্পতির ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল হয়ে গেল গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি৷ বিয়ের পরদিনই সেই তালিকা থেকে বাদ পড়লো প্রণব রায়
৷ আনন্দ বদলে গিয়ে বাজ ভেঙে পড়ল প্রণবের পরিবারের মাথায় ৷
জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রণব। ২০১৭ সালে রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে ক্লার্কের চাকরিতে যোগ দেন তিনি। দিন কয়েক আগেই বিয়ে ঠিক হয় তাঁর। বিয়ে উপলক্ষে ৬ মার্চ থেকে ছুটিও নিয়ে নেন তিনি। বিয়ের পর্ব কাটিয়ে স্কুলে যোগ দেওয়ার কথা ছিল ১৫ মার্চ৷ কিন্তু হাইকোর্টের নির্দেশের পর সবটাই ওলটপালট হয়ে গেল৷
যদিও প্রণব এখনও বুঝতে পারছেন না, সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কেন এমনটা হল। তবে সোমবার এসএসসি-র তরফ থেকে যে নম্বর বিভাজিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওএমআর শিটে প্রণবের প্রাপ্ত নম্বর মাত্র ১৭ নম্বর। কিন্তু সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৫২তে ।
রাজডাঙা স্কুলের টিচার-ইন চার্জ সুদীপ দত্ত জানিয়েছেন, প্রনব ২০১৭ সালে তাঁদের স্কুলে যোগ দিয়েছিলেন ৷ ভাল কাজও করছিলেন। কিন্তু এমন খবরে স্কুলের সকলেই হতবাক। তবে এখনও পর্যন্ত এ ব্যাপরে সরকারিভাবে কোনও ইমেল বা চিঠি পাননি তারা ৷