বিশেষ প্রতিবেদক: উদ্যোক্তা তৈরীর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার আলোকিত মানুষদের প্রকাশ্যে এনেছে কলকাতার ‘এন্জেলা ইভেন্ট’ ৷ এমনই এক সপ্নবাজ নারীর কথা বলবো যিনি অপরকে সন্মাননা দিতে গিয়েই পৌছে গিয়েছেন সফলতার দ্বারপ্রান্তে ৷ কলকাতার মেধাবী এই নারী উদ্যোক্তা, সোশ্যাল এক্টিভিস্ট , ফ্যাশন জগতের উজ্বল নক্ষত্র হিসাবে পরিচিত সব দরবারে । তিনি এ্যান্জেলা রাহা ৷ এ্যান্জেলা ইভেন্ট কলকাতার কর্ণধার তিনি ৷
কি করে কলকাতার এ্যান্জেলা ইভেন্ট ?
এ্যান্জেলা ইভেন্ট (Angela event) বরাবরই তারুন্যকে প্রাধান্য দিয়ে কাজ করছে ৷ এ্যান্জেলা নিজে একজন তরুন ইন্টারপ্রিনিউআর ৷ তাই তরুনদের চাহিদা, চিন্তাটা মাথায় রেখেই কাজ করেন ৷ একের পর এক ফ্যাশন শো, সন্মাননা, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ নতুন চমক নিয়ে কাজ করে ‘দ্যা এ্যান্জেলা ইভেন্ট’ ৷ এ্যান্জেলা ইভেন্ট মুলত বিভিন্ন ইভেন্ট হোস্ট করে থাকে ৷ তার মধ্যে পিআর , ব্রান্ডিং, মার্কেটিং, এ্যাওয়ার্ড শো সহ নানা ধরনের পার্টি রয়েছে ৷ খুব তাড়াতাড়ি উইডিং সেকশন চালু করার পরিকল্পনা রয়েছে তাদের ৷
এ্যান্জেলা ইভেন্ট এর ক্লায়েন্ট কারা ?
মাল্টিলেভেল কোম্পানি বিনোদন ও ফ্যাশন জগতের অনেকেই এ্যান্জেলা ইভেন্ট এর সাথে যুক্ত আছেন ৷ এ্যান্জেলা ইভেন্ট এর এ্যাডভাইজার দীপান্জন বসাক তার ফ্যাশন শো এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিয়ে আসছেন ফ্যাশান শো “দ্যা রানওয়ে স্টোরি” নামের একটি ইভেন্টের আয়োজন করেছিলেন ৷ সেটি ব্যাপক আকারে সাড়া ফেলেছে ৷ একেবারে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার সাথেই কাজ করেন এ্যান্জেলা ৷
কোভিড পরিস্থিতির প্রথম ঢেউ কিছুটা স্বাভাবিক হতেই তারা “দশভূজা সম্মান ২০২১” আয়োজন করেছিলেন ৷ অ্যাঞ্জেলা ইভেন্ট এবং একোয়া ডক্টর সলিউশনের উদ্যোগে এটি শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় ৷ জিএসবি ইকোসিস্টেম এবং প্যারাডাইজ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস আন্দামান এতে সহযোগিতা করেন ৷ দশভুজা সম্মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী মহিলাদের অবদানকে উদযাপন করে তাদের সম্মানিত করা হয় । এইসব উইমেন আইকনদের ব্যতিক্রমী ক্ষমতাকে সন্মান জানিয়ে গোটা দেশের কাছে পৌঁছে দেয়া হয় ৷
এন্জেলা রাহা জানান, “দশভূজা সম্মানের লক্ষ্য হ’ল নারীরা যারা নিজের চেষ্টায় অসামান্য অর্জন করেছেন তাদের জন্য প্ল্যাটফর্ম সহজতর করা।” “তাদের কৃতিত্বগুলির অংশীদার এই সমাজও, তাই আমরা মনে করি সেটিকে উদযাপন এবং প্রদর্শন করার একটি দায়িত্ব কাউকে তো নিতেই হবে৷”
এটি তরুন প্রজন্মকে ক্ষমতায়িত করবে এবং তাদেরকে সমাজের মহৎ কর্মকান্ডে অংশগ্রহন করতে অনুপ্রানীত করবে বলে তিনি মনে করেন ৷