ডেস্ক রিপোর্ট : দাম বাড়ল ডিমের। তবে, অন্য সবজিও ততটা সস্তা হয়নি। ফলে সব মিলিয়ে বাজার গেলেই সাধারণ মানুষের পকেট ধরে রাখাই দায় হচ্ছে।গরমের মরশুমে ডিমের প্রতি পিসের দাম ছিল 5 টাকা। জোড়া বিক্রি হয়েছে 10 টাকা করে।
ডিমের ট্রে পাওয়া যাচ্ছিল 137 থেকে 140 টাকার মধ্যে। তবে অল্প কয়েকদিন পরেই ডিমের দাম বৃদ্ধি পায়। মাস দুয়েক আগেও ডিমের জোড়া হয় 11 টাকা।
কিন্তু এখন বাজারে ডিমের দাম রয়েছে 6 টাকা পিস। অর্থাৎ জোড়া 12 টাকা। ডিমের ট্রে-র দামও 165 টাকার কাছাকাছি গিয়ে ঠেকেছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পকেটে চাপ পড়েছে। এমনকি দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে।