নিজস্ব সংবাদদাতা, ঢাকা: প্রতি বছর জ্বালানী তেল ডিজেলে ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার এমনটাই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি তিনি এসব কথা বলেন ৷ করোনা পরিস্থিতির কারনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে সাংবাদিকরা তাতে যুক্ত হয়েছিলেন ৷
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা করোনাকালে সবাইকে বারবার সহায়তা দিয়েছি। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিয়েছি। মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা নিয়েছি। সবই তো করছি। কিন্তু তেল তো আমাদের কিনে আনতে হয়। সেই কেনা তেলে আবার ভর্তুকি দিয়ে জনগণকে দিতে হয়” ৷
বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আমাদের তেল কিনে আনতে হয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন ‘ আপনারা কেউ জানেন ডিজেলে কত টাকা ভর্তুকি দিতে হয়? একজন সাংবাদিক তার উত্তর দিলে পরে প্রধানমন্ত্রী নিজেই উত্তর জানিয়ে দেন ৷ তার কথায়, শুধু ডিজেলেই সরকার ভর্তুকি দেয় ২৩ হাজার কোটি টাকা। আর বিদ্যুৎসহ সব বিষয় মিলিয়ে মোট ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় হাসিনা সরকার ৷