শনিবার , ৪ ডিসেম্বর ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

রাহুর স্থান পরিবর্তনের ফলে এই চার রাশির উপরে বিশাল প্রভাব পড়বে!

প্রতিবেদক
splusnews
ডিসেম্বর ৪, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ
রাহুর স্থান পরিবর্তনের ফলে এই চার রাশির উপরে বিশাল প্রভাব পড়বে!

ডেস্ক রিপোর্ট : রাশির উপরে অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে রাহুর স্থান পরিবর্তনের ফলে।শনি, রাহু, কেতু এইসব গ্রহ যাদের খারাপ প্রভাব জীবনে পড়লে সারা জীবন বরবাদ হয়ে যায় ৷ রাহু যদি সূর্য বা চাঁদের সঙ্গে একই সরলরেখায় চলে আসে ঠিক সেই সময়েই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে ৷

জ্যোতিষশাস্ত্র মতে, বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অশুভ মনে করা হয় ৷ জ্যোতিষ মতে শনির পরে সব থেকে কম গতিবেগ সম্পন্ন প্রতি দেড় বছরে এই রাশির পরিবর্তন হয় ৷ ২০২১-এ বেশ কিছু রাশির পরিবর্তন করেনি। আগামী দিনে রাহুর অবস্থান বেশ কিছু রাশির ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে ৷ আগামী ১২ জুলাই ২০২২, মেষ রাশিতে প্রবেশ করবে এবং ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত রাশিতে থাকবে ৷ এই সময়ে বেশ কিছু রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলবে ৷

বেশ কিছু রাশিতে একই সঙ্গে প্রভাব ফেলবে রীতিমত। একই সঙ্গে বেশ কিছু রাশিতে এর সু-প্রভাবও হবে ৷

১। কুম্ভ: রাহুর প্রবেশ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে ৷ কর্মক্ষেত্রে পাবেন সম্মান ৷ প্রবল ধন-সম্পত্তি লাভ হতে পারে ৷ ঘুরতে যেতে পারেন ৷

২। মিথুন: মিথুন রাশির জাতকৃ-জাতিকারা বাড়তি টাকা পযসা পাবেন ৷ বাড়বে আয়, এই আর্থিক ভাবে লাভবান হবে ৷ এই খারাপ সময় শেষ হবে ৷ একই সঙ্গে ইচ্ছামত চাকরির অফার পাবেন ৷

৩। কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা রাহুর গোচরে ধনলাভ করবেন। কর্মক্ষেত্রে যাঁরা পরিবর্তন চেয়ে থাকেন তাঁদের ইচ্ছাপূরণ হবে ৷ সব মিলিয়ে ভবিষ্যত ভাল হবে আর্থিক পরিস্থিতিও মজবুত হবে ৷ সব মিলিয়ে পরিস্থিতি ভালই হবে।

৪। বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরকে ভাল ফল দেবে ৷ বেকারত্ব ভুলে গিয়ে চাকরি পাবেন ৷ কর্মক্ষেত্রে যাঁরা উন্নতির আশা করছেন তাঁদের আশাপূরণ হবে।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ