এসপ্লাস ডেস্ক: রাজগন্জের একটি গাছে ফুটে উঠেছে বাবা লোকনাথের ছবি। ঘটনা চাউর হতেই ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ ৷ রাজগঞ্জের আমবাড়ির ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে ৷
জানা গিয়েছে, আমবাড়ির মহামায়া কলোনির অরুণ চক্রবর্তীর বাড়িতে বাবা লোকনাথের স্থায়ী মন্দির রয়েছে। বুধবার হঠাৎই তাদের নজরে পরে বাড়ির একটি গাছে বাবা লোকনাথের মুখের আবয়ব ফুটে উঠেছে । এই খবর এই ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ আসছেন ৷
বাড়ির মালিক অরুণ চক্রবর্তী বলেন, বাড়িতে স্থায়ী মন্দিরে বাবা লোকনাথের পুজো করা হয়। তাই বাড়ির গাছে লোকনাথ বাবার ছবি ভেসে ওঠায় অবাক হচ্ছি। অনেকেই বলছেন গাছটিকে পুজো দিতে। তাই এবার থেকে তারও পুজো শুরু করার উদ্যোগ নিয়েছেন তিনি ৷