এসপ্লাস ডেস্ক : প্রয়াত এসপ্লাস নিউজ চ্যানেল এর এডিটর স্নিগ্ধা পাত্রের বাবা দেবদাস বারিক ৷ শুক্রবার রাতে তাঁর জীবনাবসান হয়েছে। বাবার মৃত্যুতে শোক বিহ্বল পোষ্ট করেছেন স্নিগ্ধা পাত্র । সেখানে বাবার প্রয়াণের খবর দেওয়ার পাশাপাশি তাঁর আত্মার শান্তিও কামনা করেছেন তিনি ।
পারিবারিক সূত্রের খবর, শুক্রবার সকালে হঠাৎ ব্রেন স্ট্রোক হয় দেবদাস বারিক। সকালেই হসপিটালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসারত অবস্থায় চলে গিয়েছেন না ফেরার দেশে ৷
তার এই অকালপ্রয়ানে শোকবিহব্বল হয়ে স্নিগ্ধা লিখেছেন “বাবা তুমি চলে গেলে আমাকে ছেড়ে আর একটু সময় দিতে পারলে না বাবা” ৷ একইসাথে তিনি বাবাকে নিজের অনুপ্রেরণা হিসেবে কৃতিত্ব দিলেন । তিনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন, তাঁর সমস্ত কৃতিত্বের নেপথ্যে ছিলেন পিতা শোকস্তব্ধ কন্ঠে এমনটাই জানিয়েছেন স্নিগ্ধা ৷ একইসাথে তার বাবার আত্নার শান্তির জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি ৷
অপরদিকে এসপ্লাস নিউজের সম্পাদকের পিতার অকালপ্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে গোটা সংবাদকর্মীদের মাঝে ৷ তার আত্নার শান্তি কামনা করে এসপ্লাস নিউজে কর্মরত সাংবাদিক, রিপোর্টার,টেকনিশিয়ানরা প্রার্থনা করেছেন ৷ একইভাবে এসপ্লাস নিউজের বাংলাদেশ ব্যুরো থেকেও শোকবার্তা জানানো হয়েছে ৷