এসপ্লাস ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ তৈরি হতে চলেছে ভারতে্র জম্মু ও কাশ্মীর রাজ্যের রেসি জেলার বাক্কাল ও কুরির মধ্যে। এটি ইস্পাত এবং কংক্রিট খিলান যুক্ত রেল সেতু। জম্বু কাশ্মীরের রেসি জেলার চেনাব নদীর উপরে অবস্থিত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই সেতুটি তৈরি করা হবে। যে কোনো আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রস্তুত থাকবে এই ব্রিজ।
মনে করা হচ্ছে পর্যটকদের ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ব্রিজ, তাই এটি কাশ্মীরকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে সাহায্য করবে। রিয়াসি জেলার বাক্কাল ও কৌরির মধ্যে তৈরি হওয়া এই ব্রিজটির দৈঘ্য ৪৭৩.২৫ মিটার। ২০২৩ সালে এটিকে উদ্বোধন করা হবে বলে এখনো মনে করা হচ্ছে।
ভূপৃষ্ঠ থেকে এই চেনাব ব্রিজটির উচ্চতা হল ১১৭৮ মিটার। যেকোনো তাপমাত্রাতেই এই ব্রিজের ওপর কোনো প্রভাব পড়বে না যেমন তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেলে বা হাওয়ার গতিবেগ যদি ২০০ কিলোমিটার হয়, তাহলেও এই সেতুতে কোনো ক্ষতি হবে না। আবার রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলেও এই সেতুর ওপর কোনো প্রভাব পড়বে না।
এই সেতুটির মাধ্যমে ভারতের বাকি দেশের সঙ্গে কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। চেনাব সেতুতে যানবাহন চলাচলের জন্য ২৬ কিলোমিটার রাস্তা তৈরী করা হয়েছে। এই সেতুটি তে ব্যবহার করা ইস্পাতের পরিমাণ হল ২৮ হাজার ৬৬০ মিলিয়ন।
কংক্রিট রয়েছে ৬৬ হাজার ঘনমিটার। অপরদিকে মাটি ব্যবহার করা হয়েছে ১০ লক্ষ ঘনমিটার। রেল দপ্তরের শেয়ার করা ফটো থেকে জানা যায় এই ব্রিজটির নির্মাণ কাজ এখনো চলছে।