নিজস্ব প্রতিনিধি:
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল নেতা নিজেই এই অভিযোগ করেছেন। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন শওকত।
শুক্রবার রাতে ক্যানিং পূর্বের বিধায়ক কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে শওকত লিখেছেন, তাঁকে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিন জন আইএসএফ কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে তৃণমূল বিধায়ক লিখেছেন, তিন অভিযুক্তের বাড়ি কাশিপুর থানা এলাকায়।
প্রসঙ্গত জেল থেকে মুক্তি পাওয়ার পর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি গত ১১ মার্চ ভাঙড়ে আসেন। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিছু কর্মী-সমর্থক তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রত্যক্ষ মদতে আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে।
অভিযোগপত্রে শওকত লিখেছেন, ‘আমি একটি ভিডিয়ো ফুটেজে দেখলাম কয়েকজন আইএসএফ কর্মী প্রেসের সামনে বাইট দিতে গিয়ে বলছে, শওকত মোল্লা ভাঙড়ে এলে তাঁকে বস্তাবন্দি করে ঘটকপুকুরের খালে ফেলা হবে। আমার মনে হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্ররোচনাতেই প্রকাশ্যে এ ধরনের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি যে কোনও সময় এদের হাতে খুন হওয়ার আশঙ্কা বোধ করছি। আমার আবেদন এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’