এসপ্লাস ডেস্কঃ গত দু বছর ধরেই মহামারীর আতঙ্কে উৎসবের খুশী ভূলেই যেতে বসেছিল মানুষ ৷ কিন্তু সেই কাটিয়ে উঠে মানুষ আবার ফিরছে নিজের ছন্দে ৷
আজ মহাসমারোহে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উৎসব ঈদ উল আজহা বা বকরি ঈদ ৷ তবে এটি কোরবানির ঈদ নামেই পরিচিত ৷ এটিই বিশ্বব্যাপী ত্যাগের উৎসব নামেও সমাদৃত ৷
এদিন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ঈদগাহে নামাজ পড়ার প্রস্তুতি ৷ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে কলকাতা রেড রোড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ কোরবানি করা হয়েছে গরু, ছাগল, ভেড়া, মহিষ ৷
তবে রাজ্যে করোনার চতুর্থ ঢেউ এর শংকায় স্বাস্থ্যবিধি মেনেই উৎসব পালিত হচ্ছে ৷ তবে করোনার চোখ রাঙানি না থাকায় নেই তেমন কোন বিধিবিষেধ ৷ ধর্মপ্রাণ মুমিন মুসলিমদের সাথে অমুসলিমরাও প্রাণখোলা উৎসবে সামিল হয়েছেন ৷