রবিবার , ৫ মার্চ ২০২৩ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কলকাতা
  3. খেলাধুলা
  4. চাকরী
  5. ট্রেন্ড
  6. দেশ
  7. পশ্চিমবঙ্গ
  8. প্রযুক্তি
  9. বানিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশেষ
  13. ভাইরাল
  14. মতামত
  15. রাজনীতি

মত্ত অবস্থায় ঘুমানোর সময় বিমানে প্রস্বাব

প্রতিবেদক
splusnews
মার্চ ৫, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
মত্ত অবস্থায় ঘুমানোর সময় বিমানে প্রস্বাব

নিজস্ব প্রতিনিধি:
মত্ত অবস্থায় ঘুমানোর সময় বিমানে প্রস্রাব। যা গড়িয়ে পড়ল সহযাত্রীর গায়ে। এমনই ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক-নয়াদিল্লি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে। ওই ঘটনার পর ওই পড়ুয়া অবশ্য ক্ষমা চেয়ে নেন। ওই পড়ুয়ার কেরিয়ার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পুলিশে অভিযোগ দায়ের করেননি ওই সহযাত্রী। তবে পুরো বিষয়টি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। অভিযুক্ত পড়ুয়াকে আটক করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্ক-নয়াদিল্লি আমেরিকান এয়ারলাইন্সের এএ২৯২ বিমানে সেই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার ৯ টা ১৬ মিনিটে (স্থানীয় সময়) নিউ ইয়র্ক থেকে ওড়ে বিমান। যা ১৪ ঘণ্টা ২৬ মিনিট উড়ানের পর শনিবার রাত ১০ টা ১২ মিনিটে দিল্লিতে অবতরণ করে আমেরিকান এয়ারলাইন্সের বিমান।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের এক সূত্র বলেছেন যে ‘আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত পড়াশোনা করে। সে মত্ত অবস্থায় ছিল এবং ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে ফেলে। যা কোনওভাবে সহযাত্রীর গায়ে গড়িয়ে পড়ে। যিনি বিমানকর্মীদের কাছে অভিযোগ করেন।’ সেইসঙ্গে তিনি জানান, ওই ঘটনার পর পড়ুয়া ক্ষমা চেয়ে নেন। তাঁর কেরিয়ার যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য পড়ুয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি সহযাত্রী।

তবে বিষয়টি নিয়ে দিল্লি বিমানবন্দরের এটিসিকে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, প্রস্রাব-কাণ্ডের পর দিল্লি বিমানবন্দরের এটিসিকে পুরো বিষয়টি জানান পাইলট। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে সেই তথ্য জানায় এটিসি। দিল্লি বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমান অবতরণের অভিযুক্ত পড়ুয়াকে সিআইএসঅফের হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দরের এক সূত্র বলেছেন, ‘বিষয়টি সামনে আসার পর বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও সিআইএসএফ ময়দানে নামে। বিমান অবতরণের পরই ওই যাত্রীকে (নিরাপত্তা বাহিনীর) হেফাজতে নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের (সহযাত্রী, অভিযুক্ত পড়ুয়া, বিমানকর্মী-সহ সংশ্লিষ্ট মহলের) বয়ান রেকর্ড করছে পুলিশ।’

মত্ত অবস্থায় বিমানের মধ্যে প্রস্রাবের অভিযোগ এই প্রথম উঠল না। গত বছর নিউ ইয়র্ক-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে একইরকম ঘটনার অভিযোগ উঠেছিল। অভিযোগ, মত্ত অবস্থায় শংকর মিশ্র নামে এক ব্যক্তি এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন। সেই ঘটনার জেরে এক মাসের মতো জেলে ছিলেন শংকর। তারপর জামিন পান। সেইসঙ্গে প্রস্রাব-কাণ্ডের জেরে এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

সর্বশেষ - পশ্চিমবঙ্গ

আপনার জন্য নির্বাচিত