ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই মেট্রো যাত্রায় নিত্যযাত্রীরা অনেক অপ্রীতিকর নানা ঘটনার সাক্ষী থাকেন। এবার দুই মহিলাকে ঝগড়া করতে দেখা গেল দিল্লি মেট্রোর এক ট্রেনে। ট্যুইটারে শেয়ার করা ওই সংক্ষিপ্ত ক্লিপটিতে দেখা গিয়েছে, হলুদ শাড়ি পরা একজন মহিলা আরামে মেট্রোর একটি সিটে অনেকখানি জায়গা নিয়ে বসে রয়েছেন।
অন্য আরেক মহিলা, সেই সময় তাঁকে জায়গা দিতে বলতেই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। ঘটনা ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে যখন ওই শাড়ি পরা মহিলাটি বলেন যে তিনি আর কাউকেই তাঁর জায়গায় বসতে দেবেন না এবং অন্য মহিলাটি জোর করেই ওই সিটে ফাঁকের মধ্যে নিজেকে গুঁজে দেন।
এই দুই মহিলার সিট নিয়ে লড়াই শুরু হতেই যাত্রীদের মধ্যেই কেউ একজন ফোন থেকে এই ঘটনার একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেন। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৩০ হাজার জন ভিডিওটি দেখেছেন।