নিজস্ব প্রতিবেদক: দিদার সাথে পরকীয়া সম্পর্ক নাতির ৷ সেই সূত্রেই রাতে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছিলেন ৷ তবে বেরসিক গ্রামবাসীদের হাতে ধরা পড়েই কেস খেয়ে গেল দুজন ৷ ৫৫ বছরের দিদার সাথে ২৫ বছরের নাতিকে রীতিমত বিয়ের পিড়িতে বসানো হলো ৷ বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে খবর, নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শিরিন আক্তারের স্বামী প্রায় ৫ বছর আগে মারা যান ৷ এরপরই ওই দুরসম্পর্কের নাতি ফারুক হোসেনের সাথে সম্পর্ক গড়ে ওঠে । বৃহস্পতিবার রাতে নাতির সাথে দিদা একই ঘরে সময় কাটাচ্ছিলেন ৷ এসময় তার ছেলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে গ্রামবাসীকে খবর দেয় ৷ আর তার পরেই বসে সালিশি সভা। এরপর মাতব্বরেরা ৫৫ বছর বয়সী ওই মহিলার সাথে কার্যত জোর করে বিবাহ দেওয়া হয় ২৫ বছরের নাতির ৷
যুবকের পরিবারের তরফে অভিযোগ , এলাকার ইউপি মেম্বর খাইরুল ইসলাম এবং গ্রামের অন্যান্য মাতব্বররা জোর করে এই বিয়ে দিয়েছে ৷ দুজনের কেউ এই বিয়েতে রাজি না থাকলেও তাদের বিয়ে করানো হয়েছে ৷ বিয়ের পর থেকেই গ্রাম ছেড়ে বেপাত্তা নবদম্পতি ৷ পুলিশের দাবি, কেউ অভিযোগ করেনি বলে কোনই ব্যাবস্থা নিতে পারেননি তারা ৷