এসপ্লাস নিউজ : অনেকেই বলেন আমার বউটা কথায় কথায় রাগ করে ৷ তাই বলে তো আর বউ বদলে আনা সম্ভব নয় ৷ যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইদানিং লাভ ম্যারেজের কারনে বিয়ের আগে থেকেই অধিকাংশ দম্পতি এতে অপরের সাথে চেনাজানা হবার পরও সাংসারিক জীবনে দাম্পত্য কলহ হয়েই থাকে ৷
তবে অ্যারেঞ্জ ম্যারেজ বা দেখেশুনে বিয়ের কথা ভুলে গেলেও চলবে না। এই দেখেশুনে বিয়ের মাধ্যমে মানুষ একে অপরকে পছন্দ করে বিয়ে করেন। কিন্তু তাতেও দাম্পত্য কলহ থাকে ৷ তবে এই এ্যারেন্জ ম্যারিজে নতুন পরিবারে গিয়ে বেশ সমস্যায় পড়েন নারীরা এমন অভিযোগ কিন্তু প্রায়ই শোনা যায় ৷
তাই নতুন পরিবারে স্বামীর উচিত হবে নতুন বউয়ের পাশে থাকা ৷ তা না হলে মন ভাঙতে পারে স্ত্রীর। এ অবস্থায় প্রতিটি স্বামীকেই বিয়ের পর নববধূর খেয়াল রাখবার ক্ষেত্রে এগিয়ে আসতে হয়। তবে বিয়ের প্রথম প্রথম এগুলি করলেন পরে আর স্ত্রীর মনের খোঁজ নিলেন না তাহলে কিন্তু বউ এর রাগ চটবেই ৷ সংসার জীবনে বউকে খুশি রাখতে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। এতে বউ যেমন খুশী থাকবে আর সংসারও হবে সুখের। জেনে নিন বউ এর রাগ ভাঙাতে কি করবেন ৷
বউ এর বাপের বাড়ির প্রশংসা করুন। স্ত্রী যেন আপনার কোনো কথা শুনে কষ্ট না পান। তিনি যেন না ভাবেন আপনি তার বাপের বাড়ি পছন্দ করেন না। স্ত্রীর বাপের বাড়ির সম্পর্কে তার মুখ থেকে জানার চেষ্টা করুন। পারিবারিক বিভিন্ন গল্প শুনুন , দেখবেন স্ত্রীর মন ভালো হয়ে যাবে।
কারনে অকারনেই বউকে উপহার দিন ৷ আর নির্দিষ্ট দিবস বা উৎসবে নয় বরং সময় পেলেই তাকে উপহার দিন। বেশি দামি নয়, ছোটখাট কিছু উপহার দিয়েও কিন্তু আপনি বউকে খুশি রাখতে পারবেন ৷
তবে সে যেন বুঝতে পারে এটা আপনার ভালোবাসার প্রকাশ ৷
যে কোন সমস্যায় বউ এর পাশে থাকুন। বিয়ের পর নতুন পরিবারে এসে উঠেছেন আপনার বউ ৷ তাই অচেনা পরিবেশে তাকে মানিয়ে নিতে সময় দিন ৷
নিজ পরিবারের সবার সামনে বউকে প্রশংসা করুন, তাকে সবার সঙ্গে ভালোভাবে পরিচয় করিয়ে দিন। এমনকি পরিবারের কার কী পছন্দ-অপছন্দ তাও বউকে জানিয়ে দিন ৷
সময় পেলেই বউকে নিয়ে গাড়ী বা বাইকে ঘুরতে বের হন। অনেক নারীই তার সঙ্গীর উপর অভিযোগ করেন এ বিষয়ে। একটু বেড়িয়ে আসলে দুজনের মনই ভালো থাকবে। বছরে এক থেকে দু’বার একটু লম্বা ট্রিপ করুন।
স্ত্রী অনেক বিষয় নিয়েই হয়তো আপনার সামনে কথা বলতে পারবে না। তাই আপনি তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করুন। তার সঙ্গে খোলাখুলি সব বিষয় নিয়ে কথা বলুন। যে আপনাকে সে বন্ধু ভাবতে পারে।
বউকে ভালো ও খারাপ লাগার বিষয়গুলোও আপনার জানতে হবে। বউ যেন বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। বাইরে থাকলে বউকে বারবার ফোন করুন। দেখবেন তিনি রাগ করে থাকতেই পারবে না ৷