স্নিগ্ধা পাত্র : কথা না বাড়িয়ে সোজাসাপ্টা ঘটনায় আসি ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই শোনা যায় ধর্ষনের খবর ৷ এইতো কিছুদিন আগেই চাঞ্চল্যকর হাঁসখালির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে ৷ তাতে অনেকেই রাজনীতির আগুনে পোড়া রুটি মাংস দিয়ে বেশ তৃপ্তির সাথে খেয়েছেন ৷ একজন সাংবাদিক হিসাবে আমার বিবেক, আমার মানবিকতা আমাকে নিজের কাছে সত্য তুলে ধরতে প্রতিনিয়ত দায়বদ্ধ করেছে ৷ তাই ঘটনা তুলে ধরেছি ৷ সত্যটাই প্রচার করেছি ৷ একটি বিভৎস ধর্ষনের ঘটনায় মৃত্যু হয়েছে সেই ঘটনা প্রকাশ করা কি অপরাধ ? আমাকে শোকজ করা হয়েছে ৷ আইনের মারপ্যাচে আমাকে আটকে দিতে পারলেও সত্যকে কখনও বিকৃত করতে পারবেন কি ? পারবেন কি সন্তান হারা একজন মা এর কষ্টকে ঘুচিয়ে দিতে ? কথা দিলাম, তাদের বিষাদের কালি আমার লেখনীতে শব্দ হয়ে ঝরবে ৷
আমাকে থামিয়ে দিতে ব্যার্থ চেষ্টা করছেন ৷ মনে রাখবেন একজন সাংবাদিক হিসেবে আমি সত্য প্রকাশ করবই ৷ সেটি যে রাজনৈতিক দলেরই হোক না কেনোই ৷ পক্ষের বা বিপক্ষের হোক না কেনোই !রাষ্ট্র কি গণমাধ্যমের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে ভূলে গিয়েছে ? রাষ্ট্রের উন্নয়ন প্রচারের পাশাপাশি দূর্নিতীও তুলে ধরলে আপনি নাখোশ হবেন, আপনার রাষ্ট্র আমাকে হাতকড়া পরাবে, জানি ৷ ভারত মাতা শুধু আপনার একার মা নন, তিনি আমারও মা ৷ আপনার পাইক বরকন্দাজ হাতকড়া পরিয়ে আমার কলমকে স্তব্ধ করে দিতে পারলেও নিস্পেষিত, নির্যাতিত নারীদের বিষাদের কালি আরো আরো লেখনীর জন্ম দেবে ৷ কজনকে স্তব্ধ করবেন ?
গণমাধ্যমের আয়না দেখেই তুমি-আপনি-আপনারা চূলের বেনী বাঁধেন সেটি ভূলে যাবেন না ৷ আমি জনগণের কথা বলি ৷ ভূলকে ভূল আর সঠিককে সঠিক বলাটাই আমার গুরুদায়িত্ব ৷ ভারতীয় সংবিধান আমাকে সেই দায়িত্ব দিয়েছে ৷ এতে আপনাদের চক্ষুশূল হতে পারে, কিন্তু দায়ভার এড়িয়ে যেতে পারেন না ৷ কারন, আপনারাই জনগণের আশা আকাঙ্খার শেষ কেন্দ্রবিন্দু ৷
একটিবার সেই আয়নার সামনে নিজেকে রাখুন ৷ মানবিকতার চোখ দিয়ে দেখুন তো যে পরিবারটি তার মেয়েকে হারালো তাদের মনের আগুন কি নিভেছে ? নেভে কখনও ? জীবনের কি ক্ষতিপূরণ দেয়া যায় ? পারবেন কি ধর্ষনের পর রাতের অন্ধকারে বিভৎসভাবে হত্যা করে পুড়িয়ে দেয়া আমার বোনটির জীবন ফিরিয়ে দিতে ? আপনাদের রাজনৈতিক চা চক্রের শোরগোলে সেসব কথা টেবিলের ওয়েট পেপারের নিচেই চাপা পড়ে রয়ে যায় ৷ তাদের সেই বোবা কান্না আমাদের কলমের কালিতেই ঝরে যায় ৷ পিপলস রিপাবলিক অব ইন্ডিয়াতে বাক স্বাধীনতা অধিকার একজন নাগরিক হিসাবে আমার থাকার কথা ৷ আপনি কিংবা আপনারা কি আমার সেই অধিকারটুকুও হরণ করতে চান ?